Nadia News- নারী দিবসের দিনে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাট আদালত
- Published by:Samarpita Banerjee
Last Updated:
দীর্ঘ ১০ বছর বিচার প্রক্রিয়া চলার পর আজ আদালত যাবজ্জীবন সাজা শোনালেন
#রানাঘাট: দিনের পর দিন বেড়েই চলেছে মহিলাদের প্রতি অত্যাচার ও নির্যাতন। তবে মানুষের সচেতনতা ও শিক্ষার প্রসার যত বাড়ছে, কমে আসছে নারী নির্যাতনের ঘটনাও। আইনের বিচার ব্যবস্থার মাধ্যমে নির্যাতিতা পাচ্ছেন সঠিক বিচার। ঠিক তেমনি নারী দিবসের দিনে রানাঘাট আদালতে বিচার পেল এক নারী। আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান ও অত্যাচার বন্ধ করতে দোষীদের যাবজ্জীবন শাস্তি দিল রানাঘাট আদালত। এক নারীকে ধর্ষণ করে গয়না লুট করার অপরাধে তিন দোষী ব্যক্তি মিজানুর মন্ডল, সাহাজেল মন্ডল, আব্দুল হালিম মন্ডলকে যাবজ্জীবন সাজা শোনালো রানাঘাট আদালত।
২০১২ সালের অগাস্ট মাসে এক মহিলা তার জা এর নামে বনগাঁ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে । পাওনা টাকা আদায় করতে সে চাকদায় এসেছিল। এরপর নিখোঁজ হয়ে যায়। পরবর্তী সময়ে নদিয়ার গাংনাপুর থানার বুবলি মাঠে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বাড়ির লোকেরা এসে মৃতদেহ শনাক্ত করে। পুলিশের তদন্তে উঠে আসে মিজানুর মন্ডল ওই মহিলাকে ফুসলিয়ে নিয়ে আসে ওই মাঠে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল দুই সাগরেদ সাহাজেল মন্ডল আব্দুল হালিম মন্ডল। তিন দুষ্কৃতী মিলে ওই নারীর গয়না লুট করে তাকে ধর্ষণ করে। এরপর প্রমাণ মুছতে তারই পরনের শাড়ি খুলে গলায় ফাঁস দিয়ে খুন করে। পরবর্তী সময়ে পুলিশ তদন্তে নেমে তিন ব্যক্তিকে গ্রেফতার করে। দীর্ঘ ১০ বছর বিচার প্রক্রিয়া চলার পর আজ আদালত যাবজ্জীবন সাজা শোনালেন। ফলে স্বভাবতই খুশি মৃতের পরিবার থেকে আইনজীবী মহল।
Location :
First Published :
March 08, 2022 8:09 PM IST