HS Result 2022: উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার নবদ্বীপের পূর্বাশা কুন্ডুর
- Published by:Pooja Basu
- hyperlocal
Last Updated:
Nadia News: উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের পূর্বাশা কুন্ডু। তার প্রাপ্ত নম্বর ৪৯১
#নদিয়া: শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবারে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের পূর্বাশা কুন্ডু। তার প্রাপ্ত নম্বর ৪৯১। ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই খুশির জোয়ার পূর্বাশা ও তার পরিবারের।পূর্বাশা জানায় সে তার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে খুবই খুশি।
আরও পড়ুন HS Result 2022: জানা হল না ফল, স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
নবদ্বীপ ১১ নম্বর ওয়ার্ডের শ্রীবাস অঙ্গন পাড়ায় বাড়ি পূর্বাশা কুন্ডুর। পূর্বাশার বাবা কলকাতায় কর্মরত। মা স্থানীয় একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। পূর্বাশার প্রাপ্ত নম্বর ৪৯১
advertisement
বাংলাতে ৯৪
ইংরেজিতে ৯৮
রসায়ন বিজ্ঞানে ১০০
advertisement
গণিতে ১০০
পদার্থবিজ্ঞানে ৮০
জীবন বিজ্ঞানে ৯৯
কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার। ভবিষ্যতে আইআইটি থেকে এমএসসি করে গবেষণামূলক পড়াশোনা করার স্বপ্ন তার। পূর্বাশা জানায় দিনে চার থেকে পাঁচ ঘণ্টা বাড়িতে পড়াশোনা করত সে। তবে বেশিরভাগ সময়ে টিউশন এবং স্কুলের অনলাইন ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করত পূর্বাশা। টিউশন টিচার ছিল নয়জন। অবসর সময়ে গল্পের বই পড়তে এবং গান শুনতে ভালোবাসে বলে জানায় সে।
advertisement
পূর্বাশার উচ্চমাধ্যমিকের ফলাফলে গর্বিত নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রুতি লাহিড়ী। তিনি জানান, পূর্বাশা বরাবরই ভালো ছিল পড়াশোনায়, এবং পড়াশোনার পাশাপাশি স্কুলের সমস্ত রকম অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তার সক্রিয় অংশগ্রহণ এবং স্কুলের প্রতি ভালোবাসা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন বলে জানান তিনি।
advertisement
উল্লেখ্য, এবছর উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৮.৪৪% । রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৭২০৮৬২ জন। এবং পরীক্ষা দিয়েছিল ৬৩৬৮৭৫ জন। জানা যায় পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত।
Mainak Debnath
Location :
First Published :
June 10, 2022 6:25 PM IST