Nadia News: ঠিকঠাক শীত না পড়ায় নেই মিঠেকড়া রোদ , দুশ্চিন্তায় ডালের বড়ি প্রস্তুতকারকরা

Last Updated:

শীতকালে ডালের সঙ্গে চাল কুমড়ো দিয়ে বানানো হয় বড়ি। চাল কুমড়া দিয়ে বানানো বড়ি খেতে হয় খুবই সুস্বাদু

+
রোদে

রোদে শুকোতে দিচ্ছেন ডালের বড়ি

নদিয়া: ঠিকঠাক শীত না পড়ায়, দুশ্চিন্তায় ডালের বড়ি প্রস্তুতকারকরা। অগ্রহায়ণ মাস শেষ হতে চললেও শীতের দেখা নেই, আর তার ফলে যেমন খেজুর রস নলেন গুড়বাজারs নেই তেমনি অমিল ডালের বড়িও।নদিয়া জেলার ক্যশপ পাড়া এলাকায় ডালের মিশ্রণে বড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন অর্চনা বিশ্বাস ও তার পাশাপাশি বেশ কয়েকটি পরিবার। আগে শীতকালে এই খাদ্যপণ্যটির চাহিদা ছিল সবচেয়ে বেশি। তবে সারা দেশে চাহিদা বাড়ায় এখন পুরো বছরই বড়ি তৈরিতে ব্যস্ত থাকেন তারা। তবে এবার চিন্তা করার কারণে কিছুটা দুশ্চিন্তায় তিনি। কারণ এ সময় কনকনে শীত এবং মিঠেকড়া রোদ উজ্জ্বল ঝলমলে আকাশ হলে তবেই বড়িহয় সুস্বাদু।
অর্চনা বিশ্বাস বলেন, বড়ি তৈরির মেশিন থাকা সত্বেও তিনি হাতে ডাল বেটে বড়ি তৈরি করতে পছন্দ করেন। শীতকালে ডালের সঙ্গে চাল কুমড়ো দিয়ে বানানো হয় বড়ি। চাল কুমড়া দিয়ে বানানো বড়ি খেতে হয় খুবই সুস্বাদু। বর্তমানে এই চাল কুমড়ো বড়ির চাহিদাও প্রচুর বলে তিনি জানান। তিনি আরও বলেন, সারাবছর ধরে তিনি বড়ি তৈরির কাজে লিপ্ত থাকেন। সারা বছর কম-বেশি বড়ির চাহিদা থাকলেও বছরের তিনটি মাস আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে বড়ির চাহিদা খুব একটা বেশি না হওয়ায় সে সময় তাদের ব্যবসা সংকটে পড়ে। বড়ির ব্যবসার উপরেই নির্ভর করছে তাদের সংসার।
advertisement
advertisement
বিউলি, মটর বা মুসুর ডাল বেটে বড়ি দেওয়ার পর বড়িগুলি শুকোতে তিন, চার দিন মতো সময় লাগে। এই সুস্বাদু খাবারটি তৈরিতে তার পাশাপাশি কাজ করছেন তার তিন -চার জন সহকর্মী। সারাবছর তারা দিনে ১০-১২ কিলো বড়ি দেন। কিন্তু শীতের সময় অর্থাৎ সিজেনের সময় ৩০-৪০ কিলো বড়ি দেওয়া হয়। কিলো দরে শুধু ডালের বড়ির দাম ২০০ টাকা ও চাল কুমড়ো দিয়ে তৈরি বড়ির দাম ৩০০ টাকা। অর্চনা দেবী জানান, তাদের তৈরি বড়ি চাকদা, মদনপুর ও শিমুরালি বিভিন্ন জায়গার দোকানগুলিতে তাদের তৈরি পড়ি গুলি সাপ্লাই করেন তারা। এছাড়াও তারা খুচরোভাবেও বড়ি বিক্রি করে থাকেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রোদে শুকানো হাতের তৈরি বড়ি বাজারের বড়ি থেকে সম্পূর্ণ আলাদা। এ বড়ি খেতে খুবই সুস্বাদু ও খুবই নরম।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ঠিকঠাক শীত না পড়ায় নেই মিঠেকড়া রোদ , দুশ্চিন্তায় ডালের বড়ি প্রস্তুতকারকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement