Nadia News: বাজারের শাকসবজিতে কীটনাশক থাকে, পড়ুয়াদের 'বাঁচাতে' স্কুলে কিচেন গার্ডেন

Last Updated:

নদিয়ার নবদ্বীপের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই কিচেন গার্ডেন তৈরি হয়েছে। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। টবের মধ্যে বিভিন্ন মরশুমী শাকসবজির চাষ শুরু হয়েছে।

+
title=

নদিয়া: শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে স্কুল প্রাঙ্গনেই তৈরি হল কিচেন গার্ডেন। এর ফলে মিড ডে মিলের শাকসবজি আর টাকা দিয়ে বাইরে থেকে কিনতে হবে না। সবকিছু এই কিচেন গার্ডেন থেকে পাওয়া যাবে। এমনই দৃশ্য দেখা গেল নবদ্বীপের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।
নদিয়ার নবদ্বীপের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই কিচেন গার্ডেন তৈরি হয়েছে। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। টবের মধ্যে বিভিন্ন মরশুমী শাকসবজির চাষ শুরু হয়েছে। এই প্রসঙ্গে ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ জানান, এই কিচেন গার্ডেনে মরশুম অনুযায়ী ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, বিট ইত্যাদি বিভিন্ন পুষ্টিকর মরশুমী শাকসবজি ফলানো হবে।
advertisement
advertisement
ওই প্রাথমিক স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, বর্তমানে বাজারে যে শাক-সবজি কিনতে পাওয়া যায় তার দাম অনেক হলেও সেগুলি কীটনাশকে ভর্তি থাকে। ফলে সেগুলি খেলে উপকারের বদলে অপকার হয় বেশি। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের সেই ক্ষতির হাত থেকে বাঁচাতেই স্কুল প্রাঙ্গণে তৈরি করা হয়েছে কিচেন গার্ডেন। এই কিচেন গার্ডেন তৈরির জন্য নবদ্বীপের বিডিও পাঁচ হাজার টাকার অনুদান দিয়েছেন। সব মিলিয়ে নদিয়ার এই প্রাথমিক স্কুলের কিচেন গার্ডেন ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাজারের শাকসবজিতে কীটনাশক থাকে, পড়ুয়াদের 'বাঁচাতে' স্কুলে কিচেন গার্ডেন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement