Durga Puja : চরম ব্যস্ততা কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের! দুই বছর বাদে প্রতিমা পাড়ি দিতে চলেছে বিদেশে

Last Updated:

Durga Puja : পুজোর বাকি মাত্র এক মাস, তার আগে চরম ব্যস্ততায় কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা...

+
ঠাকুর

ঠাকুর বানাতে ব্যস্ত কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা

#নদিয়া: সামনেই দুর্গাপুজো। প্রত্যেক বাঙালি গোটা বছর অপেক্ষা করে থাকে মা দুর্গার আগমনের জন্য। গত দু'বছর কোভিড অতিমারীর কারণে সেভাবে পালন করা হয়নি দুর্গাপুজো। তবে এ বছর বদলে গেছে সেই চিত্রটা। আবারও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে মানুষের জীবনযাপন। সেই কারণে আবারও মহা আনন্দের সঙ্গে পালন করা হবে দুর্গাপুজো। ইতিমধ্যে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে।
হাতে গোনা কয়েকদিন বাকি দুর্গাপুজোর, সেই কারণে চরম ব্যস্ততা কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎ শিল্পীদের। কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে দু কিলোমিটার গেলেই কৃষ্ণনগর ঘূর্ণির পুতুল পট্টি। এই পুতুল পট্টি এলাকাতেই আছে কৃষ্ণনগরের একাধিক বিখ্যাত মৃৎশিল্পী।
advertisement
কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকাটি মাটির পুতুল ও প্রতিমার জন্য সারা বিশ্বে বিখ্যাত। ঘূর্ণি থেকে প্রতিমা প্রতিবছরই পাড়ি দেয় বিদেশে। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছেনা। যদিও গত দু'বছর করোনা ও লকডাউনের কারণে সেই অর্থে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা করা হয়নি বলে মৃৎশিল্পীদেরও প্রতিমার বায়না কম ছিল। তবে এ বছর চিত্রটা অনেকটাই বদলেছে। তাঁরা আশা করছেন আগের মতো করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ না করলে এবারে দুর্গাপুজো হবে স্বাভাবিকভাবেই। যথারীতি দেশ এবং বিদেশের থেকে ঠাকুরের বায়না পেতে শুরু করেছেন মৃৎশিল্পীরা। সেই কারণেই চরম ব্যস্ততার মধ্যে বর্তমানে দিন কাটছে তাঁদের।
advertisement
কৃষ্ণনগরের ঘূর্ণিতে এদিন একাধিক মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে খুশির সংবাদ। দেশ তথা দেশের বাইরে বিদেশেও একাধিক দুর্গা প্রতিমা পাড়ি দিতে চলেছে এবারের দুর্গাপুজোয়। বিশেষত ফাইবারের তৈরি ছোট্ট দুর্গা প্রতিমা যেতে চলেছে জাপান, সুইডেন ইত্যাদি বিভিন্ন দেশে। ইতিমধ্যেই কিছু প্রতিমা তৈরি হয়ে তা যথারীতি পাঠানোর ব্যবস্থা করা হয়ে গেছে। কিছু প্রতিমা এখনও তৈরীর কাজ চলছে। সব মিলিয়ে চরম ব্যস্ততার মধ্যে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Durga Puja : চরম ব্যস্ততা কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের! দুই বছর বাদে প্রতিমা পাড়ি দিতে চলেছে বিদেশে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement