Nadia News: গৌরাঙ্গের ধাত্রীভূমি নদিয়ার দোল উদযাপন সকলের থেকে আলাদা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার বৈষ্ণব ও শ্রীচৈতন্যদেবের ভক্ত নবদ্বীপ ও মায়াপুরে খোল-করতাল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে নগর পরিক্রমা করেন। এছাড়াও মঠ ও মন্দিরগুলিতে দোল পূর্ণিমার বিশেষ পুজোপাঠ হয়।
নদিয়া: শ্রীচৈতন্যদেবের ৫৩৮ তম আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দোল খেলায় মেতে ওঠে সারা বাংলা। গৌরাঙ্গের জন্মস্থান নদিয়া জেলায় স্বাভাবিকভাবেই উৎসাহ আরও বেশি। বিশেষ করে নবদ্বীপ ও মায়াপুরে চিরাচরিত রীতি মেনে মহা ধুমধামের সঙ্গে এই বছরও পালিত হল দোল পূর্ণিমা।
মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার বৈষ্ণব ও শ্রীচৈতন্যদেবের ভক্ত নবদ্বীপ ও মায়াপুরে খোল-করতাল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে নগর পরিক্রমা করেন। এছাড়াও মঠ ও মন্দিরগুলিতে দোল পূর্ণিমার বিশেষ পুজোপাঠ হয়। এদিকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসব উদযাপন করছে। মাজদিয়া সংস্কৃতিক মঞ্চের উদ্যোগে সকাল থেকেই পালিত হচ্ছে বসন্ত উৎসব, যা এই বছর ষষ্ঠ বর্ষে পা দিল।
advertisement
advertisement
চিরাচরিত প্রথা মেনে আট থেকে আশি সকলেই আবির, রং দিয়ে একে অপরকে রাঙিয়ে দেন। দোল উপলক্ষে মায়াপুর ও নবদ্বীপে বহু ভক্ত সমাগমও হয়েছে। এদিন সকাল থেকেই মায়াপুরের ইসকন মন্দিরে বিশেষ পুজোপাঠ ও উৎসব আয়োজিত হয়। সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকেই নদিয়ার ছবিটা ছিল অত্যন্ত রঙিন। দোল উপলক্ষে বাংলার প্রতিটি জেলাই রঙিন হয়ে ওঠে। তবে গৌরাঙ্গের ধাত্রীভূমি নদিয়া ব্যাপারটা যেন একটু আলাদা, স্পেশাল যাকে বলে!
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 3:38 PM IST