কৃষ্ণগঞ্জ: চৈত্র মাসের সংক্রান্তিতেই করা হয় নীল ষষ্ঠীর পুজো। এদিন ঘরে ঘরে মায়েরা তাঁদের সন্তানদের মঙ্গল কামনার জন্য নীল ষষ্ঠীর ব্রত করে থাকেন। ষষ্ঠীর পাশাপাশি এই পুজো নিবেদন করা হয় শিব ঠাকুরকেও। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন নীলের পুজো করা হয় সমস্ত জায়গায়। এ বছর ১৩ এপ্রিল বৃহস্পতিবার করা হয়েছে নীল ষষ্ঠীর পুজো। সমস্ত জায়গার পাশাপাশি নদিয়ার কৃষ্ণগঞ্জের বিভিন্ন জায়গায় নীলের পুজো হল।
সাধারণত গাজনের পরের দিন করা হয় নীলের পুজো। সকাল থেকেই অসংখ্য ভক্তরা উপবাস করে নীলের পুজো দিতে গেলেন বিভিন্ন শিব মন্দিরে। তপ্ত গরমে ভক্তদের পুজো দেওয়ার লাইন চোখে পড়ার মতো।
এক ভক্তের কথা অনুযায়ী, গর্জন করে এই পূজা করা হয় বলেই এর নাম গাজন। আর গাজনের পরের দিনই করা হয় নীলের পুজো। শিবের অপর নাম নীলকন্ঠ, সেই থেকেই করা হয় নীলের পুজো। মায়েরা তাঁদের সন্তানদের দীর্ঘায়ু কামনার জন্য করে থাকেন এই পুজো। এছাড়াও অনেকে মনে করেন এই সময় হর পার্বতীর বিবাহ হয়েছিল। তবে তপ্ত গরমেও নীলের পূজো নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বেশ নজরকাড়া।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia news, Nil Sasthi