Panchayat Election 2023: হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে মনোনয়ন জমা তৃণমূল-সিপিএম প্রার্থীর

Last Updated:

বুধবার নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বিডিও অফিসে মূলত বাম ও তৃণমূল প্রার্থীরা ঢাক, কাঁসর নিয়ে সঙ্গী সাথীদের সঙ্গে মনোনয়ন জমা দিতে আসেন।

নদিয়া: অশান্তি ছাড়াই নির্বিঘ্নে উৎসবের মেজাজে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিলেন নবদ্বীপের প্রার্থীরা। চৈতন্যধামের শান্তির বার্তায় কার্যত ছড়িয়ে পড়তে দেখা গেল রাজনৈতিক দলগুলির মধ্যে। ফলে রাজ্যের অন্যত্র পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি হলেও নবদ্বীপে পরিবেশ ছিল একেবারেই শান্ত।
বুধবার নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বিডিও অফিসে মূলত বাম ও তৃণমূল প্রার্থীরা ঢাক, কাঁসর নিয়ে সঙ্গী সাথীদের সঙ্গে মনোনয়ন জমা দিতে আসেন। প্রথম দিন থেকেই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ানোয় এদিন বিজেপির ভিড় ছিল তুলনায় অনেকটাই কম। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিডিও অফিস চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলে পুলিশ। রাজনৈতিক দলগুলি সমর্থকদের নিয়ে জমায়েতের চেষ্টা করলেও তা সরিয়ে দেওয়া হয়। প্রার্থী ও তাঁর প্রস্তাবক ছাড়া আর কাউকে বিডিও অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি।
advertisement
advertisement
রাজ্যের অন্যান্য জায়গার মতো নবদ্বীপেও বুধবার প্রথম এবারের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করেন তৃণমূল প্রার্থীরা। পাশাপাশি মনোনয়ন জমা করার বিষয়ে সিপিএম প্রার্থীদের মধ্যেও উৎসাহ নজরে পড়েছে তবে কোনোরকম সংঘাত বা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়নি। ব্লক প্রশাসনের আশা, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবারও নির্বিঘ্নেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Panchayat Election 2023: হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে মনোনয়ন জমা তৃণমূল-সিপিএম প্রার্থীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement