Nadia News: অত্যাধুনিক জেটি ছেড়ে বাঁশের মাচার উপর দিয়ে নদী পার হচ্ছেন যাত্রীরা! কারণ খুঁজতে গিয়ে বড় চমক
- Published by:Ananya Chakraborty
Last Updated:
অত্যাধুনিক জেটি ছেড়ে এই দুই ফেরিঘাটের মানুষ আবার বাঁশের মাচার উপর দিয়ে যাতায়াত শুরু করেছেন। এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল, নদীর জল অত্যাধিক হারে কমে যাওয়ার ফলে জেটি দিয়ে পারাপার সম্ভব হচ্ছে না।
নদিয়া: গঙ্গার জল কমে যাওয়ায় জেটি ছেড়ে পুনরায় বাঁশের মাচার উপর দিয়ে ঝুঁকির পারাপার শুরু হয়েছে স্বরুপগঞ্জ ফেরিঘাটে। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষজন স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপ পারাপার করেন। অফিস টাইম ব্যাপক ভিড় হয়। মানুষের পাশাপাশি সাইকেল, বাইকও নৌকায় করে পারাপার হয়। আর তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই কয়েক বছর আগে এখানে তৈরি করে দেওয়া হয়েছিল অত্যাধুনিক জেটি। যার ফলে সহজেই সাইকেল ও মোটরবাইক নিয়ে মানুষ পারাপার করতে পারছিল। এর আগে বাঁশের মাচার জেটির উপর দিয়ে ফেরিতে গিয়ে উঠতেন যাত্রীরা
কিন্তু হঠাৎ করেই অত্যাধুনিক জেটি ছেড়ে এই দুই ফেরিঘাটের মানুষ আবার বাঁশের মাচার উপর দিয়ে যাতায়াত শুরু করেছেন। এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল, নদীর জল অত্যাধিক হারে কমে যাওয়ার ফলে জেটি দিয়ে পারাপার সম্ভব হচ্ছে না। এমনটাই জানিয়েছেন ফেরি ঘাট কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে পুনরায় বাঁশের মাচা ব্যবহার করছেন যাত্রীরা।
advertisement
advertisement
এইভাবে যাত্রী পারাপার যে বিপজ্জনক তা জানা আছে ফেরিঘাট কর্তৃপক্ষের। এই প্রসঙ্গে কিছুটা সাফাইয়ের সুরে তাঁরা বলেন, গঙ্গার জল বেড়ে গেলেই আবার জেটি দিয়ে যাত্রী পারাপার করানো হবে। কিন্তু তার আগে কোনও বিপদ ঘটে গেলে কে দায়িত্ব নেবে তার উত্তর অজানা।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 10:17 PM IST