হোম /খবর /পুরুলিয়া /
খোদ পুরপ্রধানের ওয়ার্ড যেন নেই রাজ্য, নরক গুলজার বললেও কম হবে!

Purulia News: খোদ পুরপ্রধানের ওয়ার্ড যেন নরক গুলজার! নেই রাজ্যে অতিষ্ঠ এলাকার মানুষ

X
title=

পুরুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পরিস্থিতিটা যেন নরক গুলজার। আর এই ওয়ার্ডের কাউন্সিলর নবেন্দু মাহালি'ই হলেন পুরুলিয়া পুরসভার পুরপ্রধান।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া: পুরো প্রধানের নিজের ওয়ার্ডেরই নিকাশির বেহাল অবস্থা। সেই সঙ্গে নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, রাস্তাও অত্যন্ত সঙ্কীর্ণ। সব মিলিয়ে পুরুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পরিস্থিতিটা যেন নরক গুলজার। আর এই ওয়ার্ডের কাউন্সিলর নবেন্দু মাহালি'ই হলেন পুরুলিয়া পুরসভার পুরপ্রধান।

খোদ পুরপ্রধানের ওয়ার্ডের এই বেহাল দশা নিয়ে ইতিমধ্যেই পুরুলিয়াজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরাও বিষয়টি নিয়ে কটাক্ষ করছে। তাঁদের বক্তব্য, যে পুরোপ্রধান নিজের ওয়ার্ডকেই সামলাতে পারেন না তিনি গোটা পুরসভা সামলাবেন কী করে!

আরও পড়ুন: অকাল বর্ষণে জমিতেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা পেঁয়াজ-রসুনের, মাথায় হাত কৃষকদের

পুরুলিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের ধবঘাটা জলট্যাঙ্কি এলাকার নিকাশি ব্যবস্থার দীর্ঘদিন ধরেই বেহাল দশা। সেই সঙ্গে পানীয় জল ও রাস্তার সমস্যাও আছে। স্বাভাবিকভাবেই এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, পুরপ্রধান তথা ওয়ার্ডের কাউন্সিলর কখনোই এলাকা ঘুরে দেখেন না। তাঁর কাছে বারবার অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে দাবি করা হয়েছে। এই অবস্থায় এলাকাবাসী ফের একবার তাঁদের সমস্যা নিয়ে পুরপ্রধানের দ্বারস্থ হন।

তাঁর নিজের ওয়ার্ডের এই বেহাল অবস্থা নিয়ে পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ধীরে ধীরে সমস্ত জায়গার কাজ হচ্ছে। পুরসভার ফান্ডে যেমন যেমন টাকা আসবে তেমনভাবেই কাজ করা হবে। মাত্র এক বছর হয়েছে বোর্ড গঠন হয়েছে। এত দ্রুতইষ সব কাজ হয়ে যাবে সেটা সম্ভব নয়।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Purulia news