Durga Puja 2023: পণ্ডিত লক্ষীকান্ত মৈত্রের বাড়ির পুজো এবার ১২৮ বছরে পা, দেবীকে পান্তা ভাত খাইয়ে হবে বিসর্জন

Last Updated:

Durga Puja 2023: ১২৮ বছরের এই পুজোর প্রতিষ্ঠা করেন স্বর্গীয় রজনীকান্ত মৈত্র। সমগ্র বাড়িটি ঠাকুর দালানের স্মৃতি। এই বনেদি বাড়ির পুজোর প্রথম বোধন ১২৮ বছর ধরে একই বেল গাছের তলায় পালন করা হচ্ছে।

+
মৈত্র

মৈত্র বাড়ির প্রতিমা

শান্তিপুর: পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের জন্মের এক বছর পর থেকে তাঁর পিতা রজনীকান্ত মৈত্রের হাতে প্রথম শুরু হয় মৈত্র বাড়ির দুর্গাপুজো, ১২৮ বছর পার হলেও আজও দেশবিদেশের আত্মীয়রা আসেন পুজো দেখতে। বাঙালির ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে দুর্গোৎসব। সাম্প্রতিককালে থিমপুজোর চল বাড়লেও একসময় পুজো বলতে ছিল বনেদি বাড়ির পুজো। আর এখনও কলকাতা-সহ অন্যান্য জেলায় একাধিক বনেদি বাড়িতে বিশেষ নিয়ম মেনে মায়ের পুজো করা হয়। আর তারই এক নিদর্শন দেখা গেল নদিয়ার রজনীকান্ত মৈত্রের বনেদি বাড়ির দুর্গাপুজোয়।
সেই বাড়িরই সন্তান ছিলেন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র। তাঁর সন্তান ড. সুব্রত মৈত্র। এরকমই একাধিক ব্যক্তিত্ব যে বাড়িতে, সে বাড়ির পুজো যে অন্যরকম হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। শুধু দেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আত্মীয়স্বজন শুধুমাত্র মাটির টানে দুর্গাপুজোতে আসেন এ বাড়িতে।
advertisement
১২৮ বছরের এই পুজোর প্রতিষ্ঠা করেন স্বর্গীয় রজনীকান্ত মৈত্র। সমগ্র বাড়িটি ঠাকুর দালানের স্মৃতি। এই বনেদি বাড়ির পুজোর প্রথম বোধন ১২৮ বছর ধরে একই বেল গাছের তলায় পালন করা হচ্ছে। ওই বেল গাছটির বয়স আনুমানিক প্রায় ১৩০ বছর। বেল গাছের চারার ওপর পারিবারিক মন্দির নিয়ে এর মধ্যেই পুজোর বীজ বপন করেছিলেন বলে এই বনেদি বাড়ির সদস্যরা মনে করেন।
advertisement
বনেদি বাড়ির দুর্গা মহিষাসুরমর্দিনী। এবং লক্ষ্মী ও সরস্বতী বাহন বিহীন। এবং এই বনেদি বাড়ির পুজো করা হয় তাঁদের নির্দিষ্ট পুঁথি থেকে। ব্রাহ্মণ নির্দিষ্ট পুঁথি অনুযায়ী পুজোর রীতিনীতি সম্পন্ন করেন। এই বনেদি বাড়ির সদস্যরা দেবীর আগমনকে নিজেদের বাড়ির মেয়ের মতো মনে করেন।
advertisement
তাঁরা জানান, রাস থেকে দুর্গা পুজোতে তাঁদের সমস্ত বাড়ির অধিকাংশ সদস্য অংশগ্রহণ করেন। প্রতিবছর দেশ ও বিদেশ থেকে সদস্যরা প্রতিবছর বাড়ির পুজোর জন্য ফিরে আসেন । পুজোর বিশেষ নিয়ম বলতে ঘরের মেয়ে উমাকে পান্তা ভাত খাইয়ে তবেই বিসর্জনের পথে রওনা দেওয়া হয়।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Durga Puja 2023: পণ্ডিত লক্ষীকান্ত মৈত্রের বাড়ির পুজো এবার ১২৮ বছরে পা, দেবীকে পান্তা ভাত খাইয়ে হবে বিসর্জন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement