Panchayat Election 2023: ভোটের লাইনেই কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মীকে! চাপড়ায় আজ পুলিশ যা করল! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Panchayat Election 2023: নদিয়ার চাপড়ায় যা ঘটল, জানলে আঁতকে উঠবেন!
চাপড়া: শনিবার ভোটগ্রহণ পর্ব চলাকালীন নদিয়ার চাপড়া থানার কল্যাণদহ এলাকায় হামজার আলি হালসানা নামের এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারই তদন্ত করতে নেমে শনিবার রাতে ওই তৃণমূল কর্মী খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জাহির হোসেন হালসানা, দেবাশীষ মজুমদার, জগদীশ সরকার ও সহদেব রায় নামের ৪ ব্যক্তিকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ। ধৃতেরা সকলেই চাপড়ার কল্যাণদহ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ধৃতদের শনিবার দুপুরে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে পুলিশ। প্রসঙ্গত, ভোট গ্রহণ পর্ব চলাকালীন শনিবার দুপুরে চাপড়ার কল্যাণদহ এলাকায় কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সেই সময় এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত হামজার আলি হালসানা অন্যান্য ভোটারদের সঙ্গে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।
advertisement
advertisement
সেই সময় তাঁকে কুপিয়ে খুন করে সশস্ত্র দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় চাপড়া থানার পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ভোটের দিন প্রাণ গিয়েছে অনেকের! এই ঘটনায় চাঞ্চল্য গোটা রাজ্য জুড়েই। ব্যালট বক্সে জল থেকে শুরু করে কুপিয়ে খুন। কিছুই বাদ যায়নি।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 7:27 PM IST