Nadia News: ৫০ বছরেও পেলেন না মূল্য, আজও লড়াই করছেন প্রবীণ পট-শিল্পী
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
বয়স হলেও আজও পরিশ্রমের যথার্থ মূল্য পান না। জীবিকার তাগিদে কুঁড়েঘরে বসেই পটচিত্র এঁকে চলেছেন কৃষ্ণনগরের প্রবীণ রেবা পাল
নদিয়া: দেখতে দেখতে ৫০ বছর কেটে গিয়েছে। শুরুটা করেছিলেন স্বামীর হাত ধরে। এক সময় কলকাতায় একাই গিয়ে নিজের আঁকা পটচিত্র বিক্রি করতেন। কিন্তু আজও সেই পরিশ্রমের মূল্য পেলেন না রেবাদেবী। অবশ্য সেই আক্ষেপ তাঁকে দমাতে পারেনি। কৃষ্ণনগরে অঞ্জনার ধারে ছোট্ট কুঁড়েঘরে বৃদ্ধ রেবাদেবী নিরন্তর এঁকে চলেছেন একের পর এক পটচিত্র। তবে যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেই তুলনায় পারিশ্রমিক খুবই কম বলে জানান এই প্রবীণ শিল্পী।
সরকারি সাহায্যের অভাবে বাধ্য হয়ে দিনের পর দিন ছোট্ট কুঁড়েঘরে বসে স্বামী-শ্বশুরের পট শিল্পকে টিকিয়ে রেখেছে এই বৃদ্ধা। রেবা পাল এখন ঠিকমত চলাচল করতে পারেন না। তবু জরাজীর্ণ বারান্দার নিচে বসে জনতা স্টোভে সাগুর আঠা জ্বাল দিয়ে পট চিত্র এঁকে চলেছেন ঘূর্ণির পটুয়া পাড়ার রেবা।
advertisement
advertisement
পাল বাড়িতে বিয়ে হওয়ার পর থেকেই দেখছেন শশুর ও স্বামীর পটচিত্র আঁকা। ধীরে ধীরে রেবাদেবী নিজেও এই শিল্পে হাত পাকান। সেটাই বর্তমানে তাঁর জীবনধারণের একমাত্র পথ ও অবলম্বন হয়ে আছে। দেবাদেবীর তৈরি পটচিত্র কলকাতার কুমোরটুলি সহ রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে পাড়ি দেয়। সারা বছর কম বেশি কাজ থাকলেও দুর্গাপুজোর সময় পট চিত্রের চাহিদা থাকে বেশি। বৃদ্ধ বয়সে পটচিত্র আঁকড়ে ধরেই দিন কাটছে এই প্রবীণ শিল্পীর।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2023 3:29 PM IST