Nadia News- বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই নদিয়ায় দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা

Last Updated:

যাত্রীবোঝাই বাস নিয়ে অতি দ্রুত গতিতে ওভারটেকিং করতে গিয়েই সজোরে ধাক্কা মারে একটি লরিকে, বলে অভিযোগ বাস যাত্রীদের

বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ আজ নদিয়ার ভাতজাংলার নিকট
বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ আজ নদিয়ার ভাতজাংলার নিকট
#নদিয়া- লাগাতার পথ দুর্ঘটনা বেড়েই চলেছে জেলায় (Nadia News)। হাঁসখালির ভয়াবহ দুর্ঘটনার পরেও, লাগাতার দুর্ঘটনা বেড়েই চলেছে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে। তার কারণ, মূলত ট্রাফিক আইন না মেনে বেপরোয়াভাবে গাড়ি চালানো। ৩৪ নং জাতীয় সড়কের ওপর দিয়ে মাঝেমধ্যেই রেষারেষি চলে বাস ও লরির, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যার জেরেই নিত্যদিন দুর্ঘটনা বেড়েই চলেছে।
প্রশাসনের (Nadia News) তরফ থেকে যথেষ্ট পরিমাণে সতর্কতা মূলক বার্তা দেওয়া হলেও, তার গুরুত্ব দিচ্ছেন না অধিকাংশ লোকেরাই। কিছু দিন আগেই কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফের (Safe Drive Save Life) প্রচার করা হয়। পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন মূলক বার্তাও দেওয়া হয়। তার পরেও হুঁশ ফিরছে না অধিকাংশ চালকদের। যার ফলে আবারও কৃষ্ণনগর ভাতজাংলার নিকটে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হল একাধিক বাসযাত্রী।
advertisement
আবারও ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য রেহাই পেল একাধিক বাস যাত্রীরা (Nadia News)। কলকাতা বহরমপুর গামী বেসরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। আহত যাত্রীদের অভিযোগ, বেপরোয়া ভাবেই বাস চালাচ্ছিলেন বাস চালক। যাত্রীরা সকলে মিলে মানা করলেও, সেদিকে কর্ণপাত করেননি বাস চালক। কৃষ্ণনগর ঢোকার আগেই ভাতজাংলার কাছাকাছি দুর্গাপুর এলাকায় ঘটে দুর্ঘটনা।
advertisement
advertisement
যাত্রীদের দাবি, মূলত বাস চালকের কারণেই এই দুর্ঘটনা ঘটে। অতি দ্রুত গতিতে ওভারটেকিং করতে গিয়েই সজোরে ধাক্কা মারে, কৃষ্ণনগরের দিক থেকে আসা একটি লরিকে।এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসচালক। যদিও এই দুর্ঘটনায় লরির চালক লরির ভিতরে আটকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ও প্রশাসনের প্রচেষ্টায় লরির ড্রাইভারকে উদ্ধার করার কাজ শুরু হয়। এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও আহত বাসের একাধিক যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ (Nadia News)। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় উদ্ধারকাজের প্রাথমিক পরিষেবা দেওয়া হয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য নদিয়া জেলায় দিনের পর দিন বেড়েই চলেছে পথদুর্ঘটনা।
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই নদিয়ায় দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement