Panchayat Election 2023: পঞ্চায়েতের আগে রাজ্যে নয়া রাজনৈতিক দল! পতাকায় ঢেকেছে চারিদিক! কী নামে আত্মপ্রকাশ?

Last Updated:

Panchayat Election 2023: রাজ্যে সম্পূর্ণ নতুন রাজনৈতিক দল SDPI অর্থাৎ স্যোসাল ডেমোক্র্যাট্রিক পার্টি অফ ইন্ডিয়া আত্মপ্রকাশ করল।

+
SDPI

SDPI দলের পোস্টার ইতিমধ্যেই দেখা যাচ্ছে গ্রামের আনাচে-কানাচে

শান্তিপুর: কোথাও শাসকদলের স্থানীয় স্তরে একাধিক গোষ্ঠী কোথাও বা বিরোধীদেরও। কোথাও সংখ্যালঘুরা ব্রাত্য। আর এই সমস্ত মূল্যায়ন করেই হয়ত রাজ্যে সম্পূর্ণ নতুন রাজনৈতিক দল SDPI অর্থাৎ স্যোসাল ডেমোক্র্যাট্রিক পার্টি অফ ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের ইসলামপুরের রেক্সনা বিবি, এ বার ভোটে দাঁড়িয়েছেন। লাল সবুজ তারা সম্বলিত ফ্ল্যাগে ঢেকেছে বিভিন্ন গ্রাম।
প্রার্থীর স্বামী নূর নবী শেখ জানান, “পশ্চিমবঙ্গ-সহ সমস্ত রাজ্যের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার লড়াই চলছে ২০০৯ থেকে। নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। এরাপুঙ্গন আবুবাকার সৃষ্ট এই দলে সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এমকে ফ্রেজি। এ রাজ্যে তিনিই ভাইস প্রেসিডেন্ট।বিজেপি, তৃণমূল বামপন্থী প্রত্যেকের ক্ষেত্রেই সম দ্রুত রেখে চলা এই রাজনৈতিক দলের উদ্দেশ্য, দলিত সংখ্যালঘু সহ প্রান্তিক মানুষদের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বিরুদ্ধে লড়াই। ক্ষুধা থেকে মুক্তি ভয় থেকে মুক্তি পাওয়ার জন্যই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড।”
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েতের আগে কী দাওয়াই! আজ আলিপুরদুয়ারে প্রচারে ঝড় তুলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
২১ জুন ২০৯৯ সালে দল গঠিত হলেও ২০১০ সালে ইলেকশন কমিশনের অন্তর্ভুক্তি পায়। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সংসদ বিধায়ক জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করলেও এখনও পর্যন্ত সেই অর্থে ফল মেলেনি। তবে সংগঠনের বিরুদ্ধে ঘটেছে অনেকটাই, এমনটাই দাবি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটের ময়দানে ওঁরা কারা? গোটা গ্রাম উত্তেজনায় ফুটছে
তবে নিষিদ্ধ ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া PFI-এর রাজনৈতিক শাখা হিসাবে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে বলেই সূত্রের খবর। তবে তারা জানিয়েছেন এ বারের জেলা পরিষদে তাঁদের প্রার্থী জিতছেন।শান্তিপুরে শাসক দলের প্রতি কিছুটা হলেও সংখ্যালঘুরা মনঃক্ষুন্ন, তা এ ধরনের নতুন সংগঠনের প্রতি আগ্রহই প্রমাণ করে। তবে কতটুকু দাঁত ফোটাতে পারবে তারা, তা নিয়েই জল্পনা রাজনৈতিক মহলে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Panchayat Election 2023: পঞ্চায়েতের আগে রাজ্যে নয়া রাজনৈতিক দল! পতাকায় ঢেকেছে চারিদিক! কী নামে আত্মপ্রকাশ?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement