Nadia News: সাধক আগমবাগীশের হাতেই গড়া আগমেশ্বরী মাতা! কী ভাবে মা এলেন সাধকের জীবনে? জানলে চমকে যাবেন

Last Updated:

Nadia News: মায়ের সঙ্গে সাধকের সাক্ষাতের এক অলৌকিক কাহিনি শোনা যায় এই পুজোয়। এ কোন রূপে ধরা দিলেন মা? জানুন অলৌকিক কাহিনি

+
নবদ্বীপের

নবদ্বীপের আগমেশ্বরী মাতা

#নবদ্বীপ: দক্ষিণা কালীর প্রবর্তক কৃষ্ণানন্দ আগমবাগীশের পুজোকে ঘিরে মাতোয়ারা নবদ্বীপবাসী। নদীয়ার নবদ্বীপের চৈতন্যভূমিতেই প্রবল প্রতাপশালী বিখ্যাত তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ শুরু করেছিলেন তাঁর তন্ত্রসাধনা। সময়টা তখন ষোড়শ শতাব্দীর প্রথমার্ধ। কথিত আছে,কোনও এক ভোররাতে অদ্ভুত এক স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গিয়েছিল কৃষ্ণানন্দ আগমবাগীশ ভট্টাচার্য মশাইয়ের। নিদ্রাহীন রাতে নিজের আসনে বসে ছটফট করতে থাকেন। ভোরবেলা গোপপল্লীর পাশ দিয়ে এগিয়ে যেতে থাকেন গঙ্গার ঘাট সুরোধনীর তীরের দিকে।
হঠাৎ তাঁর নজরে পড়ে এক গোপবধূর দিকে।যাঁর গায়ের রঙ মিশমিশে কালো।কিন্তু তাতে কী? তাঁর রূপে যে আছে অপরূপ লাবণ্য। কর্মব্যস্ত বধূকে দেখে থমকে গেলেন কৃষ্ণানন্দ। ডান পা সামনে বাড়িয়ে বাঁ হাতে একতাল গোবর নিয়ে ডানহাতে কুটিরের মাটির দেওয়ালে ছুঁড়ে প্রলেপ দিচ্ছেন সেই গোপবধূ। একরাশ ঘন কালো চুল। কোমর ছাপিয়ে হাঁটু ছুঁইছুঁই। পরনে খাটো বস্ত্র। কিছুটা যেন সম্মোহিত হয়ে তাঁকে দেখে কৃষ্ণানন্দ দাঁড়িয়ে পড়লেন সেখানে।
advertisement
এমন সময়ে হঠাৎ পিছন ফিরে ভট্টাচার্য মশাইকে দেখে হতচকিত হয়ে পড়েন সেই বধূ। কৃষ্ণানন্দ তাকিয়ে দেখেন, উজ্জ্বল চোখ দুটি বড় মায়াময়।সারা মুখ জুড়ে পরিশ্রমের ঘাম জমেছে বিন্দু বিন্দু।কপালের সিঁদুর ধেবড়ে ছড়িয়ে গিয়েছে দুই ভ্রু জুড়ে। কৃষ্ণানন্দ আগমবাগীশ ভট্টাচার্যকে দেখে বিব্রত বধূ নিজেকে ঢাকার চেষ্টা করতেই তাঁর পরনের স্বল্পবাসটুকুও গেল খসে। দু’হাতে গোময়। লজ্জায় জিভ কাটলেন নিরুপায় সেই রমণী।স্থান-কাল-পাত্র সব ভুলে গিয়ে সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ মাধুরী মিশিয়ে দেখতে লাগলেন তাঁর ইষ্টদেবী কালীকার অধরা রূপটি। দেবী ঘোর কৃষ্ণবর্ণা,আলুলায়িত কেশরাশি। গোবরের তাল ধরা ডানহাতে যেন বরাভয়ের মুদ্রা।বাঁ হাতে খড়্গ।জীবজগতের মঙ্গল এবং আসুরিক শক্তির বিনাশের জন্য যা সদা উদ্যত। দু’চোখে অপার করুণা। কপাল জুড়ে ছড়িয়ে থাকা সিঁদুর যেন তৃতীয় নয়ন।
advertisement
advertisement
কথিত আছে , সেই থেকেই শুরু হয় কার্তিকী অমাবস্যায় শ্যামামাতা পুজোর প্রচলন। নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায় আগমবাগীশের পঞ্চমুন্ডির আসনে তাঁর প্রচলিত পদ্ধতিতেই আজও কালী পুজো হয়ে চলেছে। অনেকেরই মতে, এটাই নাকি প্রথম এবং প্রাচীনতম দক্ষিণাকালী।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সাধক আগমবাগীশের হাতেই গড়া আগমেশ্বরী মাতা! কী ভাবে মা এলেন সাধকের জীবনে? জানলে চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement