Nadia News: স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, উদ্ধারকার্যে ডুবুরি
- Published by:Debalina Datta
Last Updated:
জেলায় প্রায়শই দেখা যায় গঙ্গায় স্নান করতে নেমে অসাবধানতাবশত তলিয়ে যাওয়ার ঘটনা।
#নদিয়া: বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ১৭ বছরের এক কিশোর। তলিয়ে যাওয়া কিশোরের নাম সাগর বিশ্বাস স্থানীয় স্কুলে একাদশ শ্রেণীর ছাত্র সে। বাড়ি পায়রাডাঙ্গার নেহাতপুরে। জানা যায় মঙ্গলবার বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামে। বেশ কিছুক্ষণ স্নান করার পরেই সাগর বিশ্বাস এবং আরও এক কিশোর গঙ্গায় তলিয়ে যেতে থাকে। সেই সময় এক যুবক একজনকে বাঁচাতে পারলেও সাগর বিশ্বাসকে উদ্ধার করতে পারেনি।
এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও ওই কিশোরের সন্ধান না মেলায় খবর দেওয়া হয় বাড়িতে। স্থানীয় লোকজন ও বাড়ির লোকেরা মিলেই খবর দেন থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, গঙ্গায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও ওই কিশোরের খোঁজ না মেলায় এদিন নামানো হয় গঙ্গায় ডুবুরি। তবে ডুবুরি নামালেও এখনও পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি তলিয়ে যাওয়া কিশোরের বলে জানা যায়। স্বাভাবিকভাবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
advertisement
advertisement
জেলায় প্রায়শই দেখা যায় গঙ্গায় স্নান করতে নেমে অসাবধানতাবশত তলিয়ে যাওয়ার ঘটনা। বেশিরভাগ সময় দেখা যায় সাঁতার না জানা ব্যক্তি গঙ্গায় স্নান করতে নেমে অসাবধানতাবশত তলিয়ে যায়। কখনও দেখা যায় মদ্যপ অবস্থায় স্নান করতে নেমেও গঙ্গার জলে তলিয়ে যেতে। প্রশাসনের থেকে একাধিকবার সতর্কতামূলক প্রচার অভিযান চালানোর পরেও কিছু মানুষের অসাবধানতার জন্য ঘটে যায় প্রায়ই বিপত্তি। সেই কারণে প্রায়শই গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা সামনে আসে।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
August 31, 2022 5:42 PM IST
