Nadia News: নদীর জলে ভাসছে টেংরা, পুঁটি, বাটা, কাতলা! ঘটনার কারণ আতঙ্কে ফেলছে মৎস্যজীবীদের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Nadia News: হাজারে হাজারে মাছ মরা ভেসে উঠছে জলঙ্গি নদীতে, প্রশাসনিক উদাসীনতায় দুশ্চিন্তায় মৎস্যজীবীরা, উদ্বিগ্ন পরিবেশকর্মীরা। জলঙ্গি নদীতে মরামাছ ভেসে ওঠায় চাঞ্চল্য।
নদিয়া: হাজারে হাজারে মাছ মরা ভেসে উঠছে জলঙ্গি নদীতে, প্রশাসনিক উদাসীনতায় দুশ্চিন্তায় মৎস্যজীবীরা, উদ্বিগ্ন পরিবেশকর্মীরা। জলঙ্গি নদীতে মরামাছ ভেসে ওঠায় চাঞ্চল্য। পরিবেশ কর্মীরা চিন্তিত, ক্ষতির মুখে মৎস্যজীবীরাও। প্রশাসনিক ঔদাসনতায় ক্ষুব্ধ নদীর পাড়ের মানুষজন।তাঁরা জানান বিগত বেশ কয়েক দিন ধরে, তেহট্টের কাছে জলঙ্গি নদীর রং পাল্টে কালো হয়ে গেছে। নদীর পাড়ে গেলেই পচাদুর্গন্ধ পাওয়া যাচ্ছে, তেহট্ট হাঁসপুকুরিয়া তারানগর নিশ্চিন্তপুর সহ একাধিক জায়গায়।
কেউ কেউ মনে করছেন পাট পচানোর কারণেই এই বিষক্রিয়া। অনেকেই অনুমান করছেন নদীর এই অবস্থা দেখে বাইরে থেকে আসা কোনও অসাধু ব্যবসায়ী মাছ মরার ওষুধ দিয়েছেন ব্যক্তিগত স্বার্থে। ফলুই, টেংরা, পুঁটি, বাটা, কাতলা মাছ পূর্ণাঙ্গ হওয়ার আগেই মরে ভেসে উঠার দৃশ্যতে মর্মাহত নদীপাড়ের মানুষজন। কিন্তু বিগত ২-৩ দিন যাবৎ ধরে এত কিছু হয়ে গেলেও তেহট্টের দুই নম্বর মৎস্য বিভাগের কোনও হেলদোল নেই । এমনকী আধিকারিক মিঠুন মন্ডল এর সঙ্গে যোগাযোগ করা যায়নি ফোনে।
advertisement
advertisement
এর আগেও বহুবার জলঙ্গী নদী দূষণের চিত্র উঠে এসেছে সামনে। বেশ কিছু সেচ্ছাসেবী সংস্থারা জলঙ্গী নদীকে বাঁচাতে একাধিক কর্মসূচি গ্রহণ করে চলেছে দিনের পর দিন। সাধারণ মানুষকে সচেতন করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও তা যথেষ্ট নয়।
মৎস্যজীবী তপন হালদার জানান, “পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ এবং বাংলাদেশ থেকে এর আগে বহুবার বিভিন্ন রকমের বজ্র পদার্থ নদীতে ভেসে আসার ফলে জলঙ্গী নদীর জল একাধিকবার মারাত্মকভাবে দূষিত হয়েছে যার ফলে লক্ষ লক্ষ মাছ। বহুদিন ধরেই জলঙ্গী নদীর উপর যথেষ্ট পরিমানে অত্যাচার করা হচ্ছে যার ফলে ক্ষতি হচ্ছে আমাদের মত মৎস্যজীবীদের”।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 8:30 PM IST