Nadia News: শান্তিপুরের উপর দিয়ে বয়ে চলেছে সুরধ্বনি নদী! শুরু হল সংস্কারের কাজ!

Last Updated:

Nadia News: বহুদিন ধরেই অবহেলিত অবস্থায় ছিল এই নদী! জানুন

নদী পুনরুদ্ধার করতে লাগানো হল জেসিবি
নদী পুনরুদ্ধার করতে লাগানো হল জেসিবি
শান্তিপুর: সুরধ্বনি নদীর তীরে তপস্যায় বসে ছিলেন শ্রী অদ্বৈত আচার্য। প্রশাসনিক কারণে হোক বা  অসচেতনতার জন্য বহু প্রাচীন এই নদী বিলুপ্তের পথে চলে যাচ্ছিল, তবে শান্তিপুরের বেশ কিছু সুনাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিবেশ ভাবনা মঞ্চের লাগাতার আন্দোলন এবং বিভাগীয় দফতরে চিঠিপত্রের আদান-প্রদানে ফলে অনেকটাই সুরাহা হয়েছে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা।
সম্প্রতি রাজ্য সরকারের সেচ দফতরের অনুমোদন মিলেছে। নদী সংস্কারের ব্যয় বরাদ্দ হয়েছে। এবার সেই সুরধ্বনি নদীতে শুরু হচ্ছে সংস্কারের কাজ। প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকা ব্যয় করে শুরু হবে সংস্কার,  বলে জানা যায় প্রশাসনিক সূত্র মারফত। সম্প্রতি সংস্কারের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নদিয়ার শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন সেচ দফতরের বিভিন্ন আধিকারিকগণ। নদিয়ার শান্তিপুরের উপর দিয়ে বয়ে গেছে সুরধ্বনি নদী। মিশেছে গঙ্গা নদীতে। ইতিহাস বলে এই সুরধ্বনি নদী বেয়ে শান্তিপুরের একটি গাছ তলায় তপস্যায় বসে ছিলেন অদ্বৈত আচার্য। সেই কারণে শান্তিপুরের বাবলায় অদ্বৈত আচার্য নামে অদ্বৈত পাঠ মন্দির স্থাপিত হয়। শুধুমাত্র দেশ নয় বহু বিদেশের ভক্তরাও দর্শন করতে আসেন এই মন্দির। এবার সেই স্মৃতি বিজড়িত সুরধ্বনি নদীতে জেসিবি দিয়ে মাটি খোঁড়াখুড়ির কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।
advertisement
advertisement
সংস্কারের ক্ষেত্রে তবে কিছু সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তিনি বলেন,  “আমার এই নদী সংস্কার নিয়ে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বহুবার আলোচনা হয়। কিন্তু বর্তমানে এই সুরধ্বনি নদীতে অনেকটা উঁচু হয়ে যাওয়ার কারণে বহু চাষি চাষ আবাদ করেন। সেইসব চাষিদের জন্য অন্য কোনও ব্যবস্থা না করে সংস্কারের কাজে হাত লাগানোর সমস্যা হচ্ছে। সেই কারণে মূলত ঘোড়ালিয়ার পালপাড়া এলাকায় নদীর শেষ থেকে সংস্কারের কাজ শুরু হয়েছে, পর্যায়ক্রমে গ্রাউন্ড সার্ভের ভিত্তিতে কাজ এগিয়ে চলবে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী। তাই কত চওড়া হবে কোন পর্যন্ত কাজ হবে সে সমস্ত সেচ দফতরের আধিকারিকরাই বলতে পারবেন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সুরধ্বনি নদী বাঁচানোর, সদিচ্ছায় ব্যয় বরাদ্দ  এবং  কাজ শুরু হয়েছে।” পরিবেশ ভাবনা মঞ্চের কর্মীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন!
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: শান্তিপুরের উপর দিয়ে বয়ে চলেছে সুরধ্বনি নদী! শুরু হল সংস্কারের কাজ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement