Nadia News: সন্তান নিয়ে বাড়িতে একা গৃহবধূ! ধর্ষণের হামলার অভিযোগ! রক্তারক্তি কাণ্ড রানাঘাটে

Last Updated:

Nadia News: নিজের সম্মান ও আত্মরক্ষার কারণেই গৃহবধূ যুবককে আক্রমণ করেন বলে দাবি গৃহবধুর পরিবারের। অভিযুক্ত যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে বলে দাবি।

রানাঘাটে তুমুল উত্তেজনা
রানাঘাটে তুমুল উত্তেজনা
#নদিয়া: গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘিরে রানাঘাটে তুমুল উত্তেজনা ছড়ায়। ধর্ষণের চেষ্টার ঘটনায় আত্মরক্ষার্থে যুবককে ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশী এক গৃহবধূর। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম রানাঘাটের এক বাসিন্দার। ঘটনাটি ঘটে রবিবার রাতে।
জানা গিয়েছে, ওই গৃহবধুর বাড়ি রানাঘাট থানার অন্তর্গত তারাপুর এলাকায়। গৃহবধূর স্বামী কলকাতায় সিকিউরিটি গার্ডের কাজ করেন। স্থানীয় সূত্রে জানা যায় নিজের সন্তানকে নিয়ে গৃহবধূ একাই থাকতেন বাড়িতে। সূত্রের খবর অনুযায়ী, জানা যায় গৃহবধূ স্থানীয় এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারে। তবে হঠাৎ করে কী কারণবশত এই কোপ তিনি মারলেন তা জানার চেষ্টা করতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
advertisement
advertisement
গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, স্বামীর অবর্তমানে বাড়িতে কেউ না থাকায় আক্রান্ত ওই যুবক গৃহবধুর ঘরে প্রবেশ করে। গৃহবধূ তখন তার সন্তান নিয়ে একাই ছিলেন বলে জানা যায়। ওই যুবক অতর্কিতে গৃহবধূর ঘরে প্রবেশ করে। এবং গৃহবধুর পরিবারের দাবি, ঘরে একা পেয়ে ওই গৃহবধূকে অভিযুক্ত যুবক ধর্ষণের চেষ্টা করে। নিজের সম্মান বাঁচাতে ও আত্মরক্ষার কারণেই গৃহবধূ ওই যুবককে আক্রমণ করেন বলে দাবি গৃহবধুর পরিবারের।
advertisement
আক্রান্ত ওই যুবককে প্রথমে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। যদিও এ বিষয়ে অভিযুক্ত ওই যুবকের পরিবার সূত্রে কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যুবকের চিকিৎসাজনিত কারণে তারা যুবকের সঙ্গে কলকাতায় রয়েছেন বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
advertisement
তবে এলাকাবাসীদের একাংশের মতে ওই যুবক যদি সত্যিই কোনও খারাপ উদ্দেশ্যে ওই গৃহবধুর ঘরে প্রবেশ করে থাকে তাহলে ওই গৃহবধূ নিজের আত্মরক্ষার্থে উচিত কাজ করেছে বলেই মনে করছেন। তবে নিজের হাতে আইন তুলে নেওয়া কখনওই শোভা পায় না বলেও মনে করছেন স্থানীয়দের একাংশ। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সন্তান নিয়ে বাড়িতে একা গৃহবধূ! ধর্ষণের হামলার অভিযোগ! রক্তারক্তি কাণ্ড রানাঘাটে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement