Nadia News: কলা নিয়ে যাচ্ছিলেন মালদহ! রাস্তাতেই সব শেষ! ভয়াবহ ঘটনা
- Published by:Piya Banerjee
Last Updated:
Nadia News: নদিয়ার রানাঘাট থেকে একটি পণ্য বহনকারী গাড়িতে কলা লোড করে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল! তারপরেই ঘটে গেল ভয়াবহ ঘটনা! জানুন
শান্তিপুর: আবারও ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু হয়, গাড়ির খালাসীর।ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ির খালাসির। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের কন্দখোলার ৩৪ নং জাতীয় সড়কে। জানা যায় মৃত গাড়ির খালাসীর নাম নুরুল ইসলাম, বয়স ৩৭ বছর, বাড়ি মালদা জেলার কালিয়াচক হরিপোনা গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে তাদের কাছে ফোন আসে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় নুরুল ইসলামের। জানা যায় নদিয়ার রানাঘাট থেকে একটি পণ্য বহনকারী গাড়িতে কলা নিয়ে মালদার উদ্দেশে যাচ্ছিল, তখনই কন্দখোলার ৩৪ নং জাতীয় সড়কে ঘটে এই সড়ক দুর্ঘটনা। সূত্রের খবর একটি বড় গাড়ির সঙ্দে মুখোমুখি সংঘর্ষ হয়, আর ঘটনাস্থলেই মৃত্যু হয়ে যায় গাড়ির খালাসী নুরুল ইসলামের। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় চালক। সোমবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে গাড়ির খালাসির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারসহ গোটা গ্রামের মানুষের মধ্যে।
advertisement
advertisement
প্রসঙ্গত দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনার মত ঘটনা। প্রশাসনের একাধিক নজরদারির পরেও বেশ কিছু গাড়িচালকদের হুশ ফিরছে না এখনও। বেপরোয়া ভাবে গাড়ি চালানো ট্রাফিক আইন অমান্য করা ইত্যাদি লেগেই রয়েছে দিনের পর দিন। প্রশাসন থেকে কখনও জরিমানা করে অথবা কখনও মানুষকে সচেতনমূলক বার্তা দিলেও এখনও বেশ কিছু সংখ্যক গাড়িচালক থেকে সাধারণ মানুষের হুশ ফিরছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2023 7:58 PM IST