Cooch Behar News : মাধাই খালের প্রাচীন কালীপুজোয় ভক্তের ঢল! পুজোর ইতিহাস অবাক করবে
- Published by:Piya Banerjee
Last Updated:
Cooch Behar News : প্রায় ১০০ বছরের ও বেশি সময় আগে মূল মেলার ও পুজোর সূচনা হয়েছিল ওপার বাংলায়। জানুন কাহিনি!
বামনহাট: গত শনিবার থেকে শুরু হয়েছে দিনহাটা মহকুমার বামনহাট এলাকায় মাধাইখালের কালী পুজো ও মেলা। মেলা চলবে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত। এই কালী ধামে ভদ্রকালী মাতার পাশাপাশি পুজো করা হয় দক্ষিণা কালী মাতা, মা মাধাই, মা শীতলা, মা মনসা, শ্রী শ্রী হরি, শ্রী যকা এবং মাশান বাবার। সন্ন্যাসী পুজো ও পাগলাপীরের পুজোও করা হয়ে থাকে এখানে। স্থানীয় মানুষেরা দাবি করে থাকেন বর্তমান সময়ে এই পুজো উপলক্ষ্যে যে মেলা বসতে দেখা যায় এখানে। এই মেলা দিনহাটা মহকুমার সবচেয়ে বড় গ্রামীণ মেলা।
এলাকার স্থানীয় বাসিন্দা রফিকুল যোগী, "প্রায় ১০০ বছরের ও বেশি সময় আগে মূল মেলার ও পুজোর সূচনা হয়েছিল ওপার বাংলায়। পরবর্তীতে দেশ বিভাগের পর সেই পুজো ও মেলা উদ্যোক্তাদের একাংশ চলে আসেন এপারে। ১৩৬৯ বঙ্গাব্দে তাঁরাই পাথরশন গ্রামে তৈরি করেন এই কালী মন্দির।" পুজো ও মেলা কমিটির সভাপতি সুশীল কুমার কর্মকার জানান, "শতাধিক বছর আগে ব্রিটিশ আমলে অর্থাৎ, অবিভক্ত ভারতে (অধুনা বাংলাদেশ) নাকেশ্বরীর মাধাইখাল গ্রামে প্রথম সূচনা হয় এই পুজো ও মেলার। সেখানে এই একই তিথিতে এখনও মায়ের পুজো ও মেলা হয়। এপারে এই মেলার এবার ৭১ বছরে পদার্পণ করল।"
advertisement
advertisement
আগামী ৮ই এপ্রিল শনিবার এই কালীধামে হবে মায়ের অষ্টহরাকৃত পুজো ও মহাবলিদান। প্রাচীণ প্রথা অনুসারে সেই দিন ভদ্রকালী মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় মোষ, পাঁঠা এবং পায়রা। এখানকার দেবী প্রতিমা হয় বিশালাকার। গত সাত দশক ধরে এই গ্রামে চলছে এই মেলা। মেলায় আলু-পটল থেকে শুরু করে মনিহারি, রকমারি, জামা-কাপড় সব জিনিসপত্রই পাওয়া যায়। এছাড়াও মেলায় বসতে দেখা যায় সার্কাস, নাগরদোলা, সার্কাস। পাশাপাশি, রয়েছে প্রাথমিক চিকিৎসাসহ কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা।
advertisement
মেলার ও পুজোর সূচনা করতে এসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান,"দিনহাটা মহকুমায় একেবারে সীমান্ত লাগোয়া প্রান্তিক এলাকায় এত বড় একটি মেলা অনুষ্ঠিত হয়। এই পুজো ও মেলার প্রতি গোটা জেলার মানুষের আলাদা একটা আকর্ষণ রয়েছে। জেলার বাইরে থেকেও বহু মানুষ আসেন। বাইরে থেকে প্রচুর সাধু-সন্ন্যাসীরাও আসেন এই পুজোয়। ইতিমধ্যে মেলায় আসতে শুরু করেছে প্রচুর দোকানপাট এবং নাগরদোলা। বহু মানুষ এই বছরেও মেলার আনন্দে মেতে উঠবেন।"
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2023 7:48 PM IST