Nadia News: মালদার পর এবার নদিয়ার আমও পাড়ি দিচ্ছে! জানেন কোথায়? শুনলে মন ভরে যাবে

Last Updated:

নদিয়ার মাজদিয়ার আম পাড়ি দিচ্ছে জেলা ছাড়িয়ে বিভিন্ন রাজ্যেও।

+
নদিয়ার

নদিয়ার আম

মাজদিয়া: নদিয়ার মাজদিয়ার আম পাড়ি দিচ্ছে জেলা ছাড়িয়ে বিভিন্ন রাজ্যেও। পশ্চিমবঙ্গের মধ্যে মালদার আম জনপ্রিয় এ কথা আমরা সকলেই জানি। তবে মালদার পাশাপাশি নদিয়া জেলার বেশ কিছু এলাকার আমও সমানভাবে জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে।
নদীয়ার শান্তিপুর মাজদিয়া এলাকায় বিভিন্ন প্রজাতির আম চাষ করা হয়। আর এই সমস্ত আম রপ্তানি করা হয় জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গায়।জেলায় আঁটি, সরিখাস, বোম্বাই ইত্যাদি বিভিন্ন আম ইতিমধ্যেই রফতানি করা হচ্ছে বিভিন্ন জায়গায়।
advertisement
advertisement
তবে বাংলার জনপ্রিয় হিমসাগর আম এখনও পর্যন্ত রফতানি করা হচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যেই সেই আম পরিপূর্ণভাবে বৃদ্ধি পেলে সেগুলিও রফতানি করা হবে। ইতিমধ্যেই ভিন রাজ্যে থেকেও বিভিন্ন ব্যবসায়ীরা আম কিনতে চলে এসেছেন নদীয়ায়।
advertisement
এবছর আমের ফলন অত্যন্ত ভাল। কৃষকেরা জানান বিগত বেশ কয়েক বছরের মধ্যে এ বছরের আমের ফলন ও গুণগতমান দুই রয়েছে যথেষ্ট পরিমাণে। তবে চাহিদা অনুযায়ী কৃষকেরা দাম পাচ্ছেন না বলে আক্ষেপের সুর দেখা গেল কৃষকদের মধ্যে। আটির আম বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা কিলো দরে, এবং হিমসাগর বোম্বাই আম বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কিলো দরে।
advertisement
কৃষকেরা জানান গ্রীষ্মের বেশ কয়েকদিন প্রখর দাবদহের পরে সামান্য পরিমাণে ঝর বৃষ্টি হলেও আমের ফলনে খুব একটা ক্ষতি হয়নি। সুতরাং তারা আশাবাদী এ বছর কৃষক এবং ব্যবসায়ী উভয়ই লাভবান হবেন আমের রফতানিতে।
Sipra Roy 
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মালদার পর এবার নদিয়ার আমও পাড়ি দিচ্ছে! জানেন কোথায়? শুনলে মন ভরে যাবে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement