ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে রেল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ! নদিয়ায় মারাত্মক কাণ্ড

Last Updated:

হাতে মোবাইল ফোন, সামনে চলে এল ট্রেন, হতভম্ব হয়ে রেল ব্রিজ দিয়ে ঝাঁপ দিয়ে জলে তলিয়ে গেল যুবক।

+
রেল

রেল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ যুবকের

#নদিয়া: রেল ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল যুবক। যুবকের হাতে ছিল মোবাইল ফোন। অন্যমনস্কতার বসে বুঝতে পারেননি সামনে চলে এসেছে চলন্ত ট্রেন। আতঙ্কের জেরে রেল ব্রিজের উপর থেকে চূর্ণী নদীর জলে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন সেই যুবক। সূত্রের খবর, রানাঘাট লালগোলা শাখায় কালীনারায়ণপুর স্টেশনের কাছে চূর্ণী নদীর ব্রিজের উপর থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের।
স্থানীয় সূত্রে খবর, হাতে মোবাইল ফোন নিয়ে ওই যুবক রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মোবাইল ফোনে মজে সেই যুবকের অন্যমনস্কতার কারণে খেয়াল ছিল না কোন দিকেই। হঠাৎই কৃষ্ণনগর গামী আপ লাইনে চলে আসে ট্রেন। সামনে আচমকায় ট্রেন চলে আসাতে হতভঙ্গ হয়ে প্রাণে বাঁচতে লাইন থেকে ঝাঁপ মারে ওই যুবক।
আরও পড়ুন: অবশেষে গ্রেফতার শৈলেশ ব্রাদার্স-সহ মোট ৪, ওড়িশা ও গুজরাতে গিয়ে ধরল পুলিশ
ঝাঁপ দিয়ে সোজা পড়ে চূর্ণী নদীর জলে। খবর পেয়ে ঘটনাচলে ছুটে আসে পুলিশ। এবং ঘটনাস্থলে এসে উপস্থিত রানাঘাট জিআরপি থানার পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। যুবকের দেহর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল। পাশাপাশি ওই যুবকের এখনও পর্যন্ত কোনও পরিচয় জানা যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: সম্পর্কের জটিলতা-পরকীয়ার গল্প বলবে 'তৃতীয়', বলবেন জয়-সুদীপ্তা-রজতাভ
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার মোবাইল ফোনে গেম অথবা ছবি তুলতে মশগুল থাকার কারণে একাধিকবার রেল লাইনে প্রাণ গিয়েছে বেশ কয়েকজন ব্যক্তির। তবে সামনে ট্রেন আসাতে ট্রেন থেকে বাঁচতে ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিও শেষ রক্ষা হল না ওই যুবকের। চূর্ণী নদীর জলে তলিয়ে গেল ওই যুবক। ঘটনা জেরে স্বাভাবিকভাবে রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে রেল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ! নদিয়ায় মারাত্মক কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement