Nadia News: দশমীতে নদিয়ার একাধিক পুজো মণ্ডপে সিঁদুর খেলা! দেখুন ভিডিও

Last Updated:

Nadia News: দশমীর দিন সকাল থেকেই জেলার বিভিন্ন পুজো মণ্ডপে চলেছে সিঁদুর খেলা। রইল ভিডিও

+
জেলার

জেলার বিভিন্ন পূজা মন্ডপে চলছে সিঁদুর খেলা 

#নদিয়া: বিজয়া দশমীতে চারদিকে বিষাদের সুর। তবুও এবছরের বিজয়া দশমী অন্য মাত্রা পেয়েছে। গত দুবছর কোভিড আবহে বিজয়া দশমী সারা হয়েছিল নমো,নমো করে। এবার সেই কোভিড মহামারী কার্যত বধ করে পুজো স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছে। আকাশে মেঘের ঘনঘটাকে তুড়ি মেরে পাড়ায়,পাড়ায় সিঁদুর খেলায় মাতেন মহিলারা।
দশমীর অঞ্জলি সেরেই মণ্ডপে, মণ্ডপে এদিন সিঁদুর খেলার ধূম পড়ে যায়। গত দুবছরের সিঁন্দুর খেলতে না পারার আক্ষেপ এবছর উশুল করে নিলেন সকলে। এক দিকে সিঁদূর খেলার আনন্দ অন্য দিকে মাকে বিদায় জানানোর মূহুর্ত এ যেন আনন্দ আর বিরহের লুকোচুরি। তারই মধ্যে মাকে কৈলাসে পাড়ি দেওয়ার বার্তা বয়ে নিয়ে গেছে নীলকণ্ঠ পাখী। তাই অশ্রুজলে মায়ের বিসর্জনের তোড়জোড় শুরু।
advertisement
পালকি করে কলা বৌ সহ দেবীর ঘট বিসর্জনেই মায়ের কৈলাস যাত্রার শুরু। তবে, বেশকিছু জনপ্রিয় পুজো কমিটির প্রতিমা আজকে মণ্ডপেই থাকছে। আগামীকাল অথবা পরশুদিন জেলার বেশকিছু প্রতিমা বিসর্জন হবে বলে জানা যায় পুজো কমিটি গুলির পক্ষ থেকে। বিসর্জনের জন্য ইতিমধ্যেই প্রশাসন থেকে রাস্তাঘাটে চলছে বিশেষ নজরদারি। ইতিমধ্যে বিভিন্ন বিসর্জন ঘাট গুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।তার আগে বিজয়া প্রণাম আর মিষ্টিমুখে ফের আর একটা বছরের জন্য দিন গোনা শুরু হয়ে যাবে। সবার মুখেই বিষাদের ছায়া, আট থেকে আশি প্রত্যেকেই এ বছর উৎসবে আনন্দে মেতেছিল গোটা পাঁচ দিন। বিষাদ ভরা মনে মাকে বিদায় জানাতে তোড়জোড় গোটা জেলাবাসীর
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: দশমীতে নদিয়ার একাধিক পুজো মণ্ডপে সিঁদুর খেলা! দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement