Nadia News: মোবাইল স্ক্রিনেই শুধু আনন্দ নেই, ছোটদের আনন্দ দিতে ফের ফিরছে পুতুল নাচ, সুন্দর নাচের ভিডিও
- Published by:Debalina Datta
Last Updated:
পুতুল নাচ হল থিয়েটার বা পারফরম্যান্সের একটি রূপ যেখানে পুতুলের মাধ্যমে কাহিনী বলা হয়। বাংলাদেশে এটি প্রচলিত একটি প্রাচীন ঐতিহ্য...
#নদিয়া: বর্তমান আধুনিক স্মার্টফোন অথবা টেলিভিশনের যুগে একাধিক লোকশিল্প হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। অতীতে পল্লীগীতি, যাত্রা, থিয়েটার, পুতুল নাচ একাধিক বিষয় ছিল মানুষের মনোরঞ্জন করার। সেই সমস্ত লোকসংস্কৃতি টেলিভিশন আসার ফলে ধীরে ধীরে গতি হারিয়ে ফেলল। এরপর বর্তমান ইন্টারনেট ও স্মার্টফোন চলে আসার কারণে সেই সমস্ত লোকশিল্প রীতিমতো হারিয়ে যেতে লেগেছে। তবে পুরনো লোকসংস্কৃতিকে টিকিয়ে রাখতে এখনও বেশ কিছু সংস্থা উদ্যোগ নেন। তারই এক উদাহরণ দেখা গেল নদিয়ার মাজদিয়ায়।
নদিয়ার মাজদিয়ার আদিত্যপুর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আয়োজন করা হল পুতুল নাচের। জগদ্ধাত্রী পুজোর পর পুতুল নাচের আয়োজন করা হলো পুজো কমিটির পক্ষ থেকে। এই পুতুল নাচ দেখতে রীতিমতো ভিড় জমিয়েছে আট থেকে আশি সকলেই।
advertisement
advertisement
পুতুল নাচ হ'ল থিয়েটার বা পারফরম্যান্সের একটি রূপ যেখানে পুতুলের মাধ্যমে কাহিনী বলা হয়। বাংলাদেশে এটি প্রচলিত একটি প্রাচীন ঐতিহ্য। গ্রামীণ জনপদে আবালবৃদ্ধ বনিতার বিনোদনে বিশেষ করে শিশুদের বিনোদনে পুতুল নাচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
advertisement
তবে বর্তমানে শিশু থেকে কিশোর সকলেই আধুনিক স্মার্টফোন ইন্টারনেটে মনোরঞ্জন করতে ব্যস্ত। সেই কারণে এই সমস্ত শিল্পী যারা অতীতে পুতুল নাচের মতো একাধিক লোকশিল্পকালা দেখাতেন তাদের আজ রোজগার খুবই সীমিত। বাংলার পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং সেই সমস্ত মানুষগুলির পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে মাজদিয়া আদিত্যপুর ইউনাইটেড ক্লাব। তাদের এই মহান উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সকল এলাকাবাসী।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
November 06, 2022 11:11 AM IST