নদিয়া: সকাল সাতটা থেকে শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে পৌরসভার ভোট গ্রহণ প্রক্রিয়া। নদীয়া জেলার মোট দশটি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন পৌরসভার ওয়ার্ড এর বুথ গুলিতে সাধারণ ভোটারদের লাইন লক্ষ্য করা যাচ্ছে। অনুমান করা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে লাইন বাড়তে পারে। কড়া নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র রাজ্য পুলিশ। বুথ গুলিতে নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। একজন পদাধিকার অফিসারসহ পুলিশের জেলার সমস্ত তত্ত্বাবধানে বুধ গুলিতে চলছে পৌরসভার ভোট গ্রহণ প্রক্রিয়া। আপাতদৃষ্টিতে জেলার কোন বড়োসড়ো অশান্তির খবর উঠে না এলেও সামান্য কয়েকটি জায়গায় ইভিএম মেশিন বিকল হওয়ার খবর উঠে এলো এরই মধ্যে।
কৃষ্ণনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৮৯, ৯০ নম্বর বুথে ইভিএম মেশিন বিকল হওয়ার খবর পাওয়া গেল ইতিমধ্যেই। ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এখনো শুরু হয়নি ভোট গ্রহণ প্রক্রিয়া। কমিশনের কর্মীরা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
প্রসঙ্গত, কড়া নিরাপত্তায় চলছে রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট গ্রহণ। ১০৮ টি পুরসভার ২১৭১ টি ওয়ার্ডে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রতিটি বুথে নজরদারির জন্য লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। কড়া নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৪৪ হাজার পুলিশ। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় অসন্তোষের ছবি ধরা পড়লেও নদিয়া জেলায় তুলনামূলক ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে শান্তিপূর্ণভাবেই। বেলা বাড়ার সাথে সাথে বুথ গুলিতে ভোট দেওয়ার জন্য ভোটারদের ভিড় লক্ষ করা যাবে বলে আশা করা যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।