Nadia News: সীমান্তের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ধুপকাঠি তৈরির প্রশিক্ষণ বিএসএফের

Last Updated:

বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে সীমান্তবর্তী এলাকার প্রান্তিক পরিবারের মহিলাদের ধূপকাঠি তৈরি করে স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ।

+
ধুপকাঠি

ধুপকাঠি তৈরির প্রশিক্ষণ বিএসএফ এর

নদিয়া: বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে সীমান্তবর্তী এলাকার প্রান্তিক পরিবারের মহিলাদের ধূপকাঠি তৈরি করে স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ। নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হুদাপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে একটি ধুপকাঠি প্রশিক্ষণের অফিসিয়াল ভাবে উদ্বোধন করলেন কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারের বিএসএফের ডিআইজি।
এই ধূপকাঠি প্রশিক্ষণ বিএসএফএ ৩২ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে বেশ কয়েক মাস ধরে এই প্রশিক্ষণ দেওয়া হয় তার অনুষ্ঠানিকভাবে সূচনা করা হল এইদিন। বর্ডার সংলগ্ন গ্রাম হওয়ায় মহিলাদের রোজগার সেই রকম না থাকাই বিএসএফের ৩২ নম্বরের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই ধূপকাঠি প্রশিক্ষণটি এলাকার মহিলাদের অংশগ্রহণ ছিল যথেষ্ট চোখে পড়ার মত। এই প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে পৌঁছাবে বলে এলাকার মহিলারা বিশেষভাবে জানায়। পাশাপাশি সীমান্তে বিভিন্ন চোরাচালান বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
বিএসএফ এ ৩২ নম্বর ব্যাটেলিয়ান এই উদ্যোগ সর্বপ্রথম সীমান্ত এলাকার মানুষের স্বনির্ভর করবার লক্ষ্যে। এর আগে বিএসএফের কোনও ব্যাটেলিয়ান এই ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি তার জন্য বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক সুজিত কুমারকে এলাকার মহিলারা যথেষ্ট ধন্যবাদ জানিয়েছেন। এলাকা সাধারণ মহিলা থেকে শুরু করে সমগ্র এলাকাবাসী যথেষ্ট খুশি বিএসএফের এই উদ্যোগে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সীমান্তের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ধুপকাঠি তৈরির প্রশিক্ষণ বিএসএফের
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement