Nadia News: নবদ্বীপের রাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামলেন বিধায়ক

Last Updated:

বহুদিনের রীতি মেনে নবদ্বীপের আসন্ন রাসযাত্রা উৎসবকে সামাজিক দূষণের হাত থেকে রক্ষা করতে পথে নামলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। আর মূলত তাঁর উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অন্যান্য বছরের মতো এবারও সামিল হতে দেখা গেল শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার খানেক পড়ুয়াকে।

+
নবদ্বীপের

নবদ্বীপের রাস পূর্ণিমা উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পথে নামলেন বিধায়ক

#নবদ্বীপ : বহুদিনের রীতি মেনে নবদ্বীপের আসন্ন রাসযাত্রা উৎসবকে সামাজিক দূষণের হাত থেকে রক্ষা করতে পথে নামলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। আর মূলত তাঁর উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অন্যান্য বছরের মতো এবারও সামিল হতে দেখা গেল শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার খানেক পড়ুয়াকে। যাঁদের হাতে ছিল রাস উৎসবে শান্তিশৃঙ্খলা ও সামাজিক দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড। এই পদযাত্রায় পা মেলালেন পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, উপপুরপ্রধান শচীন্দ্র বসাক, নবদ্বীপ থানার আই সি অভিজিৎ চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সমাজের সর্বস্তরের বিশিষ্টজনেরা।
ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। নানা বাদ্যযন্ত্র সহকারে এই ব্যাতিক্রমী পদযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে দণ্ডপাণিতলায় গিয়ে শেষ হয়। উল্লেখ্য দিনের পর দিন চৈতন্য ভূমি নবদ্বীপ ধামের রাস যাত্রার জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইতিমধ্যেই হাজার হাজার ভক্তবৃন্দরা এসে পৌঁছাতে শুরু করেছেন মন্দির নগরী নবদ্বীপ ধামে। ঐতিহ্যমন্ডিত রাস উৎসবকে বাংলা তথা দেশের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে তৎপর গোটা নবদ্বীপবাসী।
advertisement
আরও পড়ুনঃ থিমের চমক এবার নবদ্বীপের রাস উৎসবেও! থিমের নাম ভারত ভাগ্যবিধাতা
ইতিমধ্যে রাস উৎসবকে ঘিরে একাধিক চর্চা হলেও বর্তমানে সবাই যুদ্ধকালীন তৎপরতায় রাস উৎসবের প্রস্তুতি সম্পন্ন করতে লেগে রয়েছেন দিন রাত এক করে। ঐতিহ্যমন্ডিত রাস উৎসবে বর্তমানে লেগেছে আধুনিকতার ছোঁয়া। একাধিক পুজো কমিটিরা তাদের এবারের পুজোয় নিয়ে এসেছেন থিমের ছোঁয়া। সোমবার সন্ধ্যায় সেরকমই একটি থিমের পুজোর উদ্বোধনে আসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক কথায় বলতে গেলে দীর্ঘ দু'বছর পর আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে নবদ্বীপের রাস উৎসব।
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নবদ্বীপের রাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামলেন বিধায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement