Nadia News: এক হাজার গাছের চারা দান বিধায়কের, বড় করে তুলতে পারলেই মিলবে পুরস্কার

Last Updated:

এক হাজার গাছের চারা দান করলেন নদিয়ার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এই গাছগুলোকে বড় করে তুলতে পারলে মিলবে পুরস্কার

নদিয়া: পরিবেশকে বাঁচাতে এক হাজার গাছের চারা দান করলেন বিধায়ক। সেইসঙ্গে ঘোষণা করলেন পুরস্কার। শর্ত একটাই, যত্ন নিয়ে এই গাছগুলোকে বড় করে তুলতে হবে। আর তাহলেই মিলবে হাতে গরম পুরস্কার। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এই অভিনব উদ্যোগ নিয়েছেন যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন নদিয়ায়।
পরিবেশ বাঁচানোর লক্ষ্যে নদিয়ার শান্তিপুরের বিধায়ক এলাকার বিভিন্ন স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবের হাতে তুলে দেন চারা গাছ। শান্তিপুর তন্তুবায় প্রাথমিক বিভাগ এবং উচ্চ মাধ্যমিক বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর কলেজের অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মন, বিশিষ্ট আইনজীবী অম্লান দাস, অবর বিদ্যালয় পরিদর্শক অরূপ রতন দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দে, প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক মানস দে সহ শান্তিপুর পুরসভার কাউন্সিলররা।
advertisement
advertisement
ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি সহ নানান সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীঘি পালন করে। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, শুধু এক হাজার চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। গাছ বড় করে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গাছ বড় করে তুলতে পারলে বিদ্যালয়ের পক্ষ থেকে পাওয়া যাবে বিশেষ পুরস্কার। এভাবেই সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলা সম্ভব বলে জানান তিনি।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: এক হাজার গাছের চারা দান বিধায়কের, বড় করে তুলতে পারলেই মিলবে পুরস্কার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement