Coochbehar News: জঙ্গল পরিষ্কারের সময় ফাটল তাজা বোমা! তীব্র আতঙ্ক এলাকায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
জঙ্গল সাফাইয়ের সময় বিকট শব্দে ফাটল বোমা! কোচবিহারের চ্যাংড়াবান্ধার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
কোচবিহার: জঙ্গল পরিষ্কার করার সময় আচমকাই বিস্ফোরণ। বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংড়াবান্ধায় এক স্থানীয় রাজনৈতিক নেতার বাড়ির সামনের জঙ্গল পরিষ্কার করার সময় বিকট শব্দে ফেটে যায় একটি তাজা বোমা। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: সাড়ে তিন ফুটের গাছে সারাবছর ফলছে আম!
কোচবিহারের ১৪১ কামাত চ্যাংরাবান্ধা এলাকায় এদিন জঙ্গল পরিষ্কারের সময় বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় রাজনৈতিক নেতা রফিকুল ইসলামের বাড়ির সামনের জঙ্গল পরিষ্কারের কাজ হচ্ছিল। সেই জঙ্গলের মধ্যেই রাখা ছিল একটি তাজা বোমা। সাফাই কর্মীরা কাটারির কোপ দিয়ে গাছের ডগা কাটার চেষ্টা করতেই ঝোপের মধ্যে রাখা একটি বোমা ছিটকে গিয়ে রাস্তার উপর পড়ে। এবং বিকট শব্দে ফেটে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, বুধবার রাতেও ওই নেতার বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনার পর দ্রুত খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানায়। দ্রুত ছুটে আসে পুলিশ। তবে ওই রাতে কাউকে ধরা যায়নি। তারপরই এদিন সকালে প্রায় একই জায়গায় জঙ্গল পরিষ্কারের সময় বিস্ফোরণ হল। ওই এলাকায় পরপর বিস্ফোরণের কারণ কী, কারা বোমা এনে রেখেছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে এসে হাজির হয় মেখলিগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও দমকল। এলাকায় আর কোথাও বোমা আছে কিনা তা খোঁজার জন্য চিরুনি তল্লাশি চালানো হয়।
advertisement
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 7:12 PM IST