Nadia News: সাদা পায়রা উড়িয়ে পালন করা হল সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
মশাল জ্বালিয়ে ও সাদা পায়রা উড়িয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়
#মাজদিয়া: খেলা আমাদের শরীর ও মন দুই ভাল রাখে। বিশেষজ্ঞরা মনে করেন খেলাধুলো করলে মানসিক বিকাশ ঘটে। আধুনিক মুঠোফোনের যুগে খেলাধুলাও করতে ভুলে গেছেন বেশিরভাগ তরুণ প্রজন্মরা। সেই খেলাধুলাকে নতুন প্রজন্মের মধ্যে ফিরিয়ে দিতে নদিয়ার মাজদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগ ও ছাত্র-ছাত্রীদের পরিচালনায় আয়োজন করা হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার।
এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মশাল জ্বালিয়ে ও সাদা পায়রা উড়িয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
advertisement
আরও পড়ুন: 'বর্ডার দিয়ে সিমি, আলকায়দা ঢুকছে!' বন্দেভারতে পাথর ছোড়া নিয়ে বিস্ফোরক দিলীপ
মাজদিয়ার সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় এর আগেও একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল মহাসমারোহে। এই ক্রিয়া প্রতিযোগিতায় ছেলেদের পাশাপাশি অংশগ্রহণ করেছে অসংখ্য মেয়েরাও। দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে লং জাম্প, হাই জাম্প, ইত্যাদি একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বাভাবিকভাবেই মহাবিদ্যালয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রী উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
advertisement
প্রসঙ্গত, বিগত দুবছর করোনা মহামারীর কারণে ঘরবন্দী অবস্থায় ছিল গোটা বিশ্ববাসী। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আবারো পুরনো ছন্দে ফিরে ফিরছে মানুষের জীবনযাত্রা। তবে এর মাঝেও কোনও না কোনোভাবে লকডাউনে বাড়িতে বসে থাকার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম আকৃষ্ট হয়ে পড়ছে মুঠোফোনের জগতে। চিকিৎসকদের কথা অনুযায়ী, অতিরিক্ত ফোন ব্যবহার করার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম ব্যাধির সৃষ্টি হচ্ছে। মুঠোফোন থেকে বিরত রাখতেই মাজদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
January 03, 2023 8:40 PM IST