হোম /খবর /নদিয়া /
বাজার থেকে কম দামে যে লিচু কিনছেন আদৌ তা কেমন! ঝড়ের আগে কী করা হচ্ছে এই ফল নিয়ে

Nadia News: বাজার থেকে কম দামে যে লিচু কিনছেন আদৌ তা কেমন! ঝড়ের আগে কী করা হচ্ছে এই ফল নিয়ে

X
title=

Nadia News: আম, লিচুর ফলন ভাল হলেও অত্যাধিক তাপপ্রবাহের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু গ্রীষ্মকালীন মরশুমি ফল। বিশেষ করে লিচুর মুকুল তীব্র রোদের জেরে শুকিয়ে যাচ্ছে গাছেই।

  • Share this:

নদিয়া: ঘূর্ণিঝড় আসার আশঙ্কায় চাষিরা আগেভাগেই অর্ধ পাকা লিচু পেড়ে নিচ্ছেন গাছ থেকে। আর এই লিচু বিক্রি করেই মুনাফা লাভ করতে পারছেন না তারা। তীব্র গরমে পুড়ছে বাংলা। দুপুরবেলা রাস্তায় বেরলে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। চিকিৎসকেরা বলছেন, শরীরকে সুস্থ রাখতে রোদ এড়িয়ে চলতে, ঘনঘন জল পান করতে। তবে এই গরমের জেরে আরও একটি প্রধান সমস্যা হল গ্রীষ্মকালীন ফলের।

সাধারণত বৈশাখ মাস থেকেই পাওয়া যায় আম, লিচু, জাম ইত্যাদি। তবে এ বছর আম, লিচুর ফলন ভাল হলেও অত্যাধিক তাপপ্রবাহের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু গ্রীষ্মকালীন মরশুমি ফল। বিশেষ করে লিচুর মুকুল তীব্র রোদের জেরে শুকিয়ে যাচ্ছে গাছেই। সেই কারণে মুকুল যথেষ্ট পরিমাণে হলেও পরিপক্ক লিচুর ফলন তুলনামূলকভাবে কম বলে জানালেন চাষিরা।

সম্প্রতি ঘূর্ণিঝড় মোকার সতর্কতা জারি করা হয়েছে গোটা বাংলা জুড়ে। একে লিচুর ফলন কম, তার উপর ঘূর্ণিঝড় আছড়ে পড়লে  ক্ষতিগ্রস্ত হবে দেখে পুরোপুরি পাকার আগে অর্ধেক কাচা অবস্থাতেই চাষিরা  লিচু পেড়ে নিচ্ছেন। তাঁরা জানান, ঘূর্ণিঝড় যদি চলে আসে, তা হলে অসংখ্য লিচু ক্ষতিগ্রস্ত হবে। এর থেকে আগেভাগেই অর্ধ কাচা লিচুগুলি কৃত্রিম উপায়ে পাকিয়ে বাজারে বিক্রি করলে, তা-ও কিছুটা মুনাফা লাভ করা যাবে।

আরও পড়ুন: ঘণ্টায় ১৭৫ কিমি…! ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা! তাণ্ডবলীলার আশঙ্কায় তুমুল সতর্কতা

আরও পড়ুন: কংগ্রেস ১৩০ পার, বিজেপি কমে তার অর্ধেক! খেলা ঘুরে গেল কর্ণাটকে!

যদিও অর্ধ কাচা লিচুর দাম সাধারণ পাকা লিচুর তুলনায় অনেকটাই কম বলে জানান তাঁরা। কিন্তু আসন্ন ঘূর্ণিঝড় মোকার কারণে বাধ্য হয়েই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান।

মৈনাক দেবনাথ

Published by:Sanchari Kar
First published:

Tags: Nadia, Nadia news