Nadia News- ৩৪ নম্বর জাতীয় সড়কের ধুলোর জেরে অতিষ্ঠ জনজীবন

Last Updated:

অর্ধ সম্পূর্ণ ভাঙ্গা রাস্তা দিয়ে যাতায়াত করছে যানবাহন।এই যাতায়াতের ফলেই সৃষ্টি হচ্ছে ধুলো

ধুলো নিবারন করার জন্য জলের ট্যাংকের গাড়ি দিয়ে জল দেওয়া হচ্ছে রাস্তায়
ধুলো নিবারন করার জন্য জলের ট্যাংকের গাড়ি দিয়ে জল দেওয়া হচ্ছে রাস্তায়
#নদিয়া: পশ্চিমবঙ্গে ৩৪ নম্বর জাতীয় সড়ক, রাজ্যের রাজধানী কলকাতার সাথে সড়কপথে উত্তরবঙ্গের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য বাস, লরি, ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু এবার এই যানবাহন চলাচলই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জাতীয় সড়ক সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের (Nadia News)।
দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। এই বেহাল জাতীয় সড়কের কাজ বহুদিন আগে শুরু হলেও, তা এখনও সমাপ্ত হয়নি (Nadia News)। বেহাল রাস্তার ফলে নিত্যদিনই জাতীয় সড়কের ওপর ঘটে চলেছে দুর্ঘটনা। অর্ধ সম্পূর্ণ ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করছে যানবাহন। এই যাতায়াতের ফলেই দূষণের সৃষ্টি হচ্ছে। আর দূষণের কারণেই অতিষ্ঠ হয়ে পড়েছেন ৩৪ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী বাসিন্দারা। অত্যাধিক পরিমাণে যানবাহন চলাচলের ফলেই ধুলোয় ভরে যাচ্ছে ঘরবাড়ি থেকে গাছপালা। যার ফলে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন একাধিক মানুষ। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বাসিন্দাদের বসবাস করা এখন দায় হয়ে দাঁড়িয়েছে।
advertisement
বারংবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা মিলেনি। নানান অজুহাতে স্থানীয় বাসিন্দাদের হয়রানি হতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা (Nadia News)। সেই কারণেই দীর্ঘক্ষন ধরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। অবরোধের ফলে দীর্ঘক্ষন যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কের ওপর।
advertisement
পরে কৃষ্ণনগর কোতোয়ালি থানার প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়ে। প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায় (Nadia News)। এই পরিস্থিতিতে যেমন ভাঙ্গা রাস্তার কারণে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটছে, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের রাস্তার ধুলোর কারণেই বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার, স্থানীয় বাসিন্দারা কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পায়। ৩৪ নম্বর জাতীয় সড়কের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে বলে ঘোষণা করা হয়েছিল একসময়। কিন্তু তারপরেও কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। ফলে যান চলাচলের ক্ষেত্রে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এখন দ্রুততার সাথে কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন ৩৪ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী বাসিন্দারা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- ৩৪ নম্বর জাতীয় সড়কের ধুলোর জেরে অতিষ্ঠ জনজীবন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement