Janmashtami 2023: জন্মাষ্টমীতে মাখনের হাড়িভাঙা খেলা চলছে শান্তিপুরে! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Janmashtami 2023: নদিয়ার শান্তিপুরে ছেলেরা মাতল এই খেলায়!
শান্তিপুর: মহাসমারহে গোটা দেশজুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের ৫২৫০ তম আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী উৎসব। আর সেই উৎসব উপলক্ষে নদিয়ার শান্তিপুর সূত্রাগর বিশ্বসুখ পল্লীতে সূত্রাগড় দুর্গা মাতৃভূমি সংঘের পরিচালনায় চলছে ননী হাড়িভাঙা খেলা। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে এ বছর দুই দিন পালন করা হচ্ছে জন্মাষ্টমী উৎসব। দেশজুড়ে বিভিন্ন মোট মন্দিরে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে হচ্ছে মহা অভিষেক। সেই চিত্রই দেখা গেল গোটা নদিয়া জেলা জুড়ে।
জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ননী হাড়িভাঙা খেলার বহু পুরনো একটি রীতি রয়েছে। তবে সাধারণত আমাদের রাজ্যের সেই খেলা খুব একটা দেখা যায় না।তবে এই খেলার প্রথা রয়েছে মহারাষ্ট্র গুজরাট ইত্যাদি রাজ্যে। তবে আমাদের রাজ্যে ও এখন এই খেলার প্রচলন বাড়ছে ধীরে ধীরে। মূলত ২০ থেকে ২২ ফুট উচ্চতায় তিনটি ননী অথবা মাখনের হাড়ি বেঁধে রাখা হয়। এরপর এক একটি দল এসে প্রত্যেকের কাঁধের উপরে ভর করে গড়ে তোলেন একটি মানব পিরামিড।
advertisement
advertisement
এবং সর্ব উচ্চতায় যেই মানুষটি ওঠেন সেই নারকেল দিয়ে সেই মাটির হাঁড়ি ভেঙে ননী বার করেন। এই প্রথায় চলে আসছি যুগ যুগান্তর ধরে। এই ননী হাড়িভাঙা খেলা দেখতে এদিন ভিড় জমান আশেপাশের স্থানীয় বাসিন্দারা। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাদ্য ছিল এই ননী অথবা মাখন। প্রথা অনুযায়ী রীতি মেনেই যুগ যুগান্তর ধরে এই খেলা প্রচলিত হয়ে আসছে আমাদের দেশে।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 10:05 PM IST