Nadia News: সাড়ম্বরের সঙ্গে পালকিতে করে ঘট বিসর্জন কৃষ্ণনগরে

Last Updated:

জগদ্ধাত্রী পূজার ঘট বিসর্জনকে কেন্দ্র করে জনজোয়ারের ভাসলো নদিয়ার কৃষ্ণনগর। দীর্ঘ দু'বছর করোনা আবহও কাটিয়ে এই বছর জগদ্ধাত্রী পুজোয় কার্যত বাঁধভাঙ্গা মানুষের সমাগম ঘটেছিল কৃষ্ণনগর শহরে। ঘট বিসর্জন উপলক্ষে এই দিনও তার কোনও খামতি লক্ষ্য করা গেল না।

+
title=

#কৃষ্ণনগর : জগদ্ধাত্রী পূজার ঘট বিসর্জনকে কেন্দ্র করে জনজোয়ারের ভাসলো নদিয়ার কৃষ্ণনগর। দীর্ঘ দু'বছর করোনা আবহও কাটিয়ে এই বছর জগদ্ধাত্রী পুজোয় কার্যত বাঁধভাঙ্গা মানুষের সমাগম ঘটেছিল কৃষ্ণনগর শহরে। ঘট বিসর্জন উপলক্ষে এই দিনও তার কোনও খামতি লক্ষ্য করা গেল না। দুপুর বাড়ার সাথে সাথে অগণিত উৎসাহী মানুষজন ভিড় জমাতে থাকেন শহরের বুকে। পাশাপাশি পুজো বারোয়ারি কমিটিগুলো পুজোর ঘট নিয়ে রকমারি বাজনা সহকারে ও সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন ঘাটের দিকে এগোতে শুরু করে।
জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনের শোভাযাত্রা কৃষ্ণনগরের একটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা হিসেবে প্রচলিত রয়েছে আদি কাল থেকে। তার পরিপ্রেক্ষিতে প্রতিবছরের মত এই বছরেও বৃহস্পতিবার বেলা বারার সাথে সাথে স্থানীয় পুজো বারোয়ারী কমিটির সদস্যরা তাদের সুসজ্জিত ঘট বিসর্জন শোভা যাত্রায় অংশগ্রহণ করে। পাশাপাশি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় দূর দূরান্ত থেকে আগত উৎসাহী দর্শনার্থীদের। প্রশাসনের নির্দেশ মতো শোভাযাত্রাগুলি শহরের নির্দিষ্ট পথ ধরে প্রদক্ষিণ করার পর নিরঞ্জন ঘাটের দিকে অগ্রসর হয়।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বের সবথেকে উঁচু জগধাত্রী প্রতিমা এবার কৃষ্ণনগরে
এছাড়াও যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘট বিসর্জনকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তার মোড়কে শহর কৃষ্ণনগরকে ঘিরে ফেলা হয় পুলিশ প্রশাসনের নিরাপত্তায়। নিরাপত্তা জনিত কারণে শহরের ভেতরে এ দিন যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া হয় শহরের অভ্যন্তরে যাতায়াত করার বিভিন্ন পথঘাট। এক কথায় জগদ্ধাত্রী পূজার ঘট বিসর্জনের শোভাযাত্রা ও সঙ যাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয় গোটা শহরকে।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সাড়ম্বরের সঙ্গে পালকিতে করে ঘট বিসর্জন কৃষ্ণনগরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement