হোম /খবর /নদিয়া /
খুলে যাচ্ছে এই সীমান্ত, বিরাট লাভ বাংলাদেশিদের! এখান দিয়ে আবার আসা যাবে ভারতে

Nadia News: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: বাংলাদেশের পর্যটকদের বিরাট সুবিধে, পেট্রাপোলের পর এবার এই সীমান্ত দিয়েও আসা যাবে ভারতে

X
title=

প্রায় তিন বছর বন্ধ এই গেদে-দর্শনা সীমান্ত। এই সীমান্ত খোলার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এপার বাংলার সীমান্তবর্তী এলাকা গেদে। তার ঠিক ওপারেই রয়েছে প্রতিবেশী বাংলাদেশের দর্শনা এলাকা।

  • Share this:

নদিয়া: দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে সুখবর আসতে চলেছে ওপার বাংলার মানুষের জন্য। পর্যটকদের জন্য গেদে-দর্শনা সীমান্ত খুলে দেওয়া হতে পারে বলে ভারত সরকার সূত্রের খবর। সে ক্ষেত্রে টুরিস্ট ভিসা নিয়ে এই সীমান্ত দিয়ে ভারতে আসতে পারবেন বাংলাদেশের নাগরিকরা।

প্রায় তিন বছর বন্ধ এই গেদে-দর্শনা সীমান্ত। এই সীমান্ত খোলার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এপার বাংলার সীমান্তবর্তী এলাকা গেদে। তার ঠিক ওপারেই রয়েছে প্রতিবেশী বাংলাদেশের দর্শনা এলাকা। বর্তমানে গেদে ও দর্শনা সীমান্ত দিয়ে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। এছাড়াও বেশ কিছু পণ্যবাহী মালগাড়িও যায়। তবে সাধারণ মানুষ ট্রেন ছাড়া পায়ে হেঁটে এই সীমান্ত পেরোতে পারছিলেন না বেশ কয়েক বছর ধরে। কিন্তু অবশেষে সেই সমস্যা দূর হতে চলেছে।

আরও পড়ুন: প্রাগৈতিহাসিক শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শুরু হতে চলেছে ৯ দিনব্যাপী বিশেষ মেলা

গত তিন বছরে বাংলাদেশ ভারতীয়দের গেদে-দর্শনা সীমান্ত দিয়ে যাওয়ার জন্য টুরিস্ট ভিসার অনুমতি দিলেও ভারত সরকার এই সংক্রান্ত প্রক্রিয়া বন্ধ রেখেছিল। ফলে বাংলাদেশের নাগরিকদের সমস্যায় পড়তে হচ্ছিল। যদিও এই সীমান্তে মেডিকেল এমার্জেন্সি ভিসার অনুমতি মিলছিল। ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে সীমান্ত পারাপারের জন্য চাপ বাড়ে পার্শ্ববর্তী পেট্রাপোলের বেনাপোল সীমান্তের উপর। এখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছিল মানুষকে। তাছাড়া গেদে-দর্শনা সীমান্তে বাংলাদেশীদের টুরিস্ট ভিসা না দেওয়ায় নদিয়ার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। কারণ তাঁরা সীমান্তবর্তী এলাকায় নানান রকম কাজ করে সংসার চালান। আবার এই সীমান্তের দরজা বাংলাদেশি টুরিস্টদের জন্য খুলে দেওয়া হবে জানতে পেরে খুশি এই মানুষগুলি। যদিও সরকারি সূত্রে জানা গিয়েছে, চূড়ান্ত অনুমোদনের কাগজ এখনও আসেনি। তবে তা শীঘ্রই এসে যাবে বলে আশা করা হচ্ছে।

মৈনাক দেবনাথ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Bangladesh, Border, India, Nadia news, Tourist