শান্তিপুর: ফলপ্রকাশ হয়ে গেলেও দুশ্চিন্তা কাটেনি শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের চার ছাত্রের। রাজ্যজুড়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। কিন্তু নদিয়ার এই চার ছাত্রের দুর্ভাগ্যের গেঁড়ো কাটেনি এখনও। বন্ধুরা যখন সকলে তাদের প্রাপ্ত নম্বর পর্ষদের ওয়েবসাইটে দেখে, পাশ করার আনন্দে মেতেছে, তখন তাদের মুখ ফ্যাকাসে।
অকৃতকার্য হয়েছে এমন নিশ্চিতও করা হয়নি সেখানে। নাম, রোল নম্বর, বিদ্যালয়ের নাম দেখা গেলেও বিষয় পিছু নম্বরের হদিশ নেই। লেখা রয়েছে কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার কথা। কিন্তু কাউন্সিলের অফিস কোথায়? যোগাযোগ নম্বরই বা কী! এমনই প্রশ্নচিহ্নের মুখে, দেবজ্যোতি ভট্টাচার্য, রিত সরকার, কৃষাণু ভৌমিক, মুন্না বাসপোর এবং তাদের অভিভাবকেরা।
আরও পড়ুন– টাকা কম? কন্ডাক্টরের উপরে ঝাঁপিয়ে পড়লেন মহিলা, তার পর? ভাইরাল ভিডিও দেখছে দেশ!
যদিও এ বিষয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের কাছে কাউন্সিল বিশেষভাবে কোনও তালিকা পাঠায়নি৷ ছাত্রদের মতো তাঁরাও ওয়েবসাইট দেখেই তালিকা প্রস্তুত করেছেন৷ ছাত্রদের সমস্যার সমাধান করতে ছুটির মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন, কাউন্সিলের কথা মতো তাদের কাগজপত্র নিয়ে জমা দেওয়া হচ্ছে। তাঁরা আশাবাদী, অল্পদিনের মধ্যেই সমাধান হবে। তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই, ফলাফল ভালই হবে।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।