Nadia News: মানুষের মতো সর্ষে গাছের হচ্ছে হাজা! অবাক করা কাণ্ড নদিয়ায়!
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
এবারে সর্ষে চাষেও এক নতুন বাঁধার মুখে পড়তে হচ্ছে চাষিদের। আর আপাতত তা নিয়েই চিন্তিত তাঁরা। চাষিদের কথা অনুযায়ী সর্ষে গাছে সৃষ্টি হচ্ছে হাজা।
#ভীমপুর: রান্নার কাজে সর্ষে একটি গুরুত্বপূর্ণ উপাদান। বেশিরভাগ রান্নাতেই মশলার প্রধান উপকরণ হিসেবে থাকে সর্ষে। এই সর্ষে চাষ করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। নদিয়াতেও বিভিন্ন চাষের জমিতে বিঘার পর বিঘা চাষ করা হয় সর্ষে। এই সর্ষে প্রধানত শীতের মরশুমে চাষ করা হয়ে থাকে নদিয়ায়।
তবে প্রায় সমস্ত ফসলি চাষ করার সময় একাধিক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় চাষিদের। ঠিক তেমনই এবারে সর্ষে চাষেও এক নতুন বাঁধার মুখে পড়তে হচ্ছে চাষিদের। আর আপাতত তা নিয়েই চিন্তিত তাঁরা। চাষিদের কথা অনুযায়ী সর্ষে গাছে সৃষ্টি হচ্ছে হাজা। আমরা জানি সাধারণত হাজা এমন একটি ব্যাকটেরিয়াল রোগ যা মানুষের চামড়ায় অনেক সময় হয়ে থাকে। তবে সর্ষে গাছেও ধরে যাচ্ছে এই ব্যাকটেরিয়া। যার কারণে সর্ষের ফলনে প্রভাব পড়ছে বলে জানাচ্ছেন। একজন চাষি প্রায় পাঁচ থেকে ছয় বিঘা জমিতে সর্ষে চাষ করেছেন এ বছর। ফলনও ভাল হচ্ছে তবে হঠাৎই সর্ষে গাছে হাজা ধরে যাওয়ার কারণে সর্ষের ফলন নিয়ে চিন্তিত চাষিরা।
advertisement
advertisement
চাষিরা জানান হাজা থেকে সর্ষে গাছকে বাঁচাতে তারা কীটনাশক ব্যবহার করছেন। তবে তাতেও আশানুরূপ ফল পাচ্ছেন না তাঁরা। বছরের এ কটা মাস সর্ষের ফলনের উপরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু হঠাৎই সর্ষে গাছে হাজার ব্যাকটেরিয়া লেগে যাওয়ার কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে চিন্তিত নদিয়ার একাধিক সর্ষে উৎপাদনকারী চাষিরা। তাঁরা চান সরকারীভাবে যদি কোনও সাহায্য করা হয় তাহলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 2:02 PM IST