Nadia: বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, পাওয়া যাবে চশমাও!

Last Updated:

সমাজের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের ভূমিকা অনস্বীকার্য। প্রতিদিন আমাদের চারিপাশে একাধিক অপরাধমূলক ঘটনা ঘটতে দেখা যায়।

+
title=

#কৃষ্ণগঞ্জ : সমাজের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের ভূমিকা অনস্বীকার্য। প্রতিদিন আমাদের চারিপাশে একাধিক অপরাধমূলক ঘটনা ঘটতে দেখা যায়। পুলিশ প্রশাসন অতি তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পুলিশ আছে বলেই এখনও পর্যন্ত আমরা নির্বিঘ্নে দিনে কিংবা রাতে চলাফেরা করতে পারি। কারন আমরা মনে করি আমাদের রক্ষা করার জন্য রয়েছে পুলিশ প্রশাসন বিচারব্যবস্থা। কয়েকদিন আগেই পালন করা হল ন্যাশনাল পুলিশ ডে। পুলিশদের দিবসে তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীও।
ঠিক তেমনই পুলিশের আরও এক ভিন্ন রূপ দেখলেন কৃষ্ণগঞ্জবাসী। পুলিশদের রক্তদান শিবিরে একাধিক বার উঠে এসেছে খবরের শিরোনামে। এছাড়াও একাধিক সমাজ সচেতনতামূলক কাজেও পুলিশদের নিযুক্ত থাকতে দেখা যায়। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ পুলিশ আধিকারিকদের উদ্যোগে আয়োজন করা হল বিনা মূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবির। শুধু তাই নয়, চক্ষু পরীক্ষা শিবিরের সঙ্গে সঙ্গে বিনামূল্যে চোখের প্রয়োজনীয় চশমা এবং দরকার পড়লে অপারেশনের ও দায়িত্বভার গ্রহণ করা হল।
advertisement
আরও পড়ুনঃ ইসকন মন্দিরের রাধাষ্টমী উৎসব দেখতে হাজারো ভক্তের ভিড়
দু:স্থ মানুষদের অনেকেরই চোখ পরীক্ষা কিংবা অপারেশন এমনকি প্রয়োজনীয় চশমা টুকু কেনার পর্যন্ত সামর্থ্য থাকে না। সেই কারণেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন কৃষ্ণগঞ্জের পুলিশেরা। এদিন কৃষ্ণগঞ্জ এলাকার বিভিন্ন মানুষেরা এই চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবিরে এসে নিজেদের চোখ পরীক্ষা করাতে দেখা যায়। একটি বেসরকারি আই হসপিটালের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবিরের আয়োজন করলেন কৃষ্ণগঞ্জ থানার পুলিশেরা। পুলিশের এই অনন্য ভূমিকায় খুশি আপামর কৃষ্ণগঞ্জবাসী।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, পাওয়া যাবে চশমাও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement