Nadia News: ব্রিটিশ আমলের তৈরি এই স্টেশনে শুধুই আপ ট্রেন! আজও দেখা নেই ডাউন ট্রেনের

Last Updated:

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দিগনগর থেকে কলকাতার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। ভারতবর্ষের মধ্যে হয়ত এই রুটটাই প্রথম যেখানে রাজ্যের রাজধানী কলকাতাতে ট্রেনে করে যাওয়া গেলেও সেই রুট দিয়ে ফেরার কোনও ট্রেন নেই।

+
ট্রেন

ট্রেন বাড়ানোর দাবি নিয়ে আলোচনা সভা স্টেশন চত্বরে

দিগনগর: ব্রিটিশ আমলে তৈরি দিগনগর স্টেশন থেকে এখনওপর্যন্ত কেবলমাত্র সারা দিনে রয়েছে দু’টি মাত্র ট্রেন। বহু প্রাচীন স্টেশন থেকে কলকাতাগামী ট্রেন বাড়ানোর দাবি নিয়ে এক আলোচনা সভা করা হলদিগনগরে। উল্লেখ্য, দিগনগর স্টেশন নদিয়া জেলার অন্যতম  ঐতিহাসিক একটি রেল স্টেশন। জানা যায়, ব্রিটিশ আমলে প্রথম তৈরি করা হয় এই দিগনগর রেল স্টেশন। তখন এই রেল লাইনের রুট দিয়ে চলাচল করত কয়লার ইঞ্জিন। এরপর কালের পরিবর্তনের সঙ্গে কয়লার ইঞ্জিনের পরিবর্তে চলে এল ডিজেলের ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন হওয়ার পরে বেশ কয়েক জোড়া ট্রেন তখনও চালানো হত এই রেল লাইনের রুট ধরে। উল্লেখ্য তখনওপর্যন্ত দিগনগরের এই রেলের রুট ছিল ন্যারোগেজ। এরপর সেই ন্যারোগেজের লাইনটিকে তুলে দিয়ে বেশ কয়েক বছর আগে রেলের তরফ থেকে তৈরি করা হলো ব্রডগেজ লাইন।
তবে লাইন ব্রডগেজ হলেও ট্রেন সংখ্যা দিনের পর দিন কমতে থাকে সেই রুটে বলে এমনটাই জানাচ্ছেন স্থানীয় দিগনগরের বাসিন্দারা। এরপর রাতের দিকে একটি ট্রেন দেওয়া হলেও সেই ট্রেনটি নাকি আজও চলেনি বলেই
অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আরও দুই জোড়া ট্রেন এই রূট দিয়ে চলাচল করত। তবে করোনাকালে তার মধ্যেও একজোড়া ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এখন সর্বসাকুল্যে একজোড়া ট্রেন চলাচল করে এই রুট দিয়ে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দিগনগর থেকে কলকাতার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। ভারতবর্ষের মধ্যে হয়ত এই রুটটাই প্রথম যেখানে রাজ্যের রাজধানী কলকাতাতে ট্রেনে করে যাওয়া গেলেও সেই রুট দিয়ে ফেরার কোনও ট্রেন নেই। সকাল ৯:৪২ নাগাদ একটি মাত্র ট্রেন এই স্টেশন হয়ে শিয়ালদহের দিকে যায়। কিন্তু সে আর ফেরে না। এবং একটি ট্রেন সকাল ৮:১৫ নাগাদ যায় কৃষ্ণনগরে।
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, “আমরা টিকিট কেটে পয়সা দিয়েই ট্রেনে উঠব। কেউ বিনা পয়সায় ট্রেনে চড়ে না। এই লাইনটি পাতার সময় আধিকারিকরা সার্ভে করেছিলেন। কোথায় কোথায় গেট বসানো হবে সেটিও পর্যবেক্ষণ করা হয়েছিল। এখানে আটটি গেট করতে হবে, তার দোহাই দিয়েই বর্তমানে ট্রেনটির গতিবেগ ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় রাখা হয়েছে। এছাড়া রাতেও আমাদের কোন ট্রেন দিচ্ছে না। দিনের বেলায় সবে ধন নীলমণি একটি ট্রেন চলে। সেটিও হয়ত রেলের উদাসীনতায় কোনও দিন বন্ধ করে দেবে।”
advertisement
আর সেই কারণেই দিগনগরের এই রেল লাইনের রুটে কলকাতাগামী যাওয়া-আসার ট্রেন বাড়ানোর দাবিতে দিগনগর ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষেরা, দিগনগরের প্রধান এবং উপপ্রধান, কৃষ্ণনগর রেল যাত্রী সমিতির কর্ণধার, শান্তিপুর রেল যাত্রী সমিতির সদস্য ও অন্যান্য একাধিক সংগঠনেরা মিলে দিগনগর রেল স্টেশনে সম্মিলিতভাবে একটি আলোচনা সভা করেন। এবং ট্রেন বাড়ানোর দাবিতে এর পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা রেলের আধারকারীদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ব্রিটিশ আমলের তৈরি এই স্টেশনে শুধুই আপ ট্রেন! আজও দেখা নেই ডাউন ট্রেনের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement