Knockout Football Competition: ৪০ ঊর্ধ্ব খেলোয়াড়দের নিয়ে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা নদিয়ায়
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রের মাঠে বাচ্চাদের ফুটবল খেলার প্র্যাকটিস করানো হয়। তাদের উৎসাহ বাড়াতে ৪০ ঊর্ধ্ব খেলোয়াড়দের নিয়ে সারাদিনব্যাপী এক ফুটবল খেলার আয়োজন করা হয়।
নদিয়া: ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রের মাঠে প্র্যাকটিস করানো হয় বাচ্চাদের ফুটবল খেলার, আর তাদের উৎসাহ দিতেই সারাদিনব্যাপী এক ফুটবল খেলার আয়োজন করা হয় ৪০ ঊর্ধ্ব খেলোয়াড়দের নিয়ে ফুটবল প্রতিযোগিতা। ফুলিয়া ফেডারেন্স ক্লাব ও ফুলিয়া সংহতি একাডেমির যৌথ উদ্যোগে সকালে মাঠের চারপাশে বৃক্ষরোপণ থেকে শুরু করে, এরপর ৪০ ঊর্ধ্ব প্লেয়ারদের নিয়ে আট দলীয় ফুটবল খেলার আয়োজন করে তারা।
জানা যায় নদিয়ার বিভিন্ন জায়গা থেকে ৪০ বছরের ঊর্ধ্ব প্লেয়ারদের টিম নিয়ে এই মাঠে খেলায় অংশগ্রহণ করেন। এই খেলা দেখতে মাঠের চারপাশে ভীড় করে দাঁড়িয়ে ছিলেন ফুটবলপ্রেমী মানুষ এছাড়াও এই মাঠে প্র্যাকটিস করা খুদে থেকে সকল ফুটবল প্লেয়াররা।
আরও পড়ুন ঃ অনূর্ধ্ব ১৪ সুব্রত কাপে জেলা চ্যাম্পিয়ন গয়েশপুরের স্কুল
এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের একাধিক কর্মকর্তা থেকে উদ্যোক্তারা। এদিন এই খেলার মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয় কালীনারায়নপুর ভার্সেস শান্তিপুর। শান্তিপুরকে চার এক গোলে হারিয়ে বিজয়ী হন কালীনারায়নপুর। উদ্যোক্তারা আগামী দিনে গ্রাম থেকে শহরে ফুটবল প্লেয়ারদের খেলার ব্যবস্থা করে দেওয়ার কথা জানান বিধায়ককে।
advertisement
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 01, 2023 3:38 PM IST









