Nadia News: রাত জেগে গরু ফিরিয়ে আনলো বিএসএফ, প্রাণের 'ধন' ফিরে পেয়ে খুশি মালিক

Last Updated:

বিএসএফ মধুগাড়ি পঞ্চায়েতের সদস্য শঙ্কর মণ্ডলের উপস্থিতিতে গরুটি বিপ্লব মণ্ডলের হাতে তুলে দেয়। কার্যত বিএসএফের সহযোগিতাতেই চুরি যাওয়া গরু ফেরত পেলেন তিনি।

নদিয়া: এলাকায় অনেকদিন চোর-ডাকাতের উৎপাত তেমন একটা নেই। তাই এখন আর রাত জেগে গবাদী পশু পাহারা দিতে হয় না। চুরি যাওয়ার ভয় না থাকায় গরুর গলায় লোহার চেন দিয়ে তালা দেওয়ার প্রয়োজনও পড়েনি। তাই রাতে নিশ্চিন্তেই ঘুমিয়ে ছিলেন হোগালবাড়িয়ার কাছারিপাড়া গ্রামের বিপ্লব মণ্ডল। কিন্তু কী মনে হওয়ায় রাত দুটো নাগাদ ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে গরু নেই! বিপ্লববাবু বুঝতে পারেন তাঁর সাধের গরুটি চুরি গেছে। সম্ভবত পাচারকারীরা সেটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই রাতেই তিনি ছুটে যান স্থানীয় বিএসএফ ক্যাম্পে। গোটা বিষয়টি জানান।
বিএসএফ অবশ্য বিপ্লব মণ্ডলকে নিরাশ করেনি। সঙ্গে সঙ্গে তাঁদের প্রত্যেকটি টহলদারী টিমকে সতর্ক করে দেওয়া হয়। পাশাপাশি বিএসএফের গোয়েন্দা বিভাগের আধিকারিক দেবেন্দর সিং রাজওয়াত বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবির সঙ্গেও যোগাযোগ করেন। সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়, গরুটি বিজিবির হাতে ধরা পড়েছে। ভারতীয় সময় সকাল ৯ টা নাগাদ নিউ উদয় বিওপির কোম্পানি কমান্ডার দিলীপ কুমার মেধির নেতৃত্বে ওই গরুটিকে নিয়ে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয়।
advertisement
advertisement
বাংলাদেশের তরফ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির রামকৃষ্ণপুর ক্যাম্প কমান্ডার আব্দুল রহমান সহ তাঁর সহকর্মীরা। সেখানেই গরুটিকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। পরে বিএসএফ মধুগাড়ি পঞ্চায়েতের সদস্য শঙ্কর মণ্ডলের উপস্থিতিতে গরুটি বিপ্লব মণ্ডলের হাতে তুলে দেয়। কার্যত বিএসএফের সহযোগিতাতেই চুরি যাওয়া গরু ফেরত পেলেন তিনি।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: রাত জেগে গরু ফিরিয়ে আনলো বিএসএফ, প্রাণের 'ধন' ফিরে পেয়ে খুশি মালিক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement