Nadia News: মদ দোকানের সামনে পড়ে দেহ! ব্যাপক চাঞ্চল্য শান্তিপুরে

Last Updated:

মদ দোকানের সামনে পড়ে দেহ! মৃতের নাম রবি মণ্ডল। খোঁজ পেয়ে পরিবারের সদস্যরা এসে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

+
মদ

মদ দোকানের সামনে

#নদিয়া: মদের দোকানের সামনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। জানা গেছে, মৃত ব্যক্তির নাম রবি মণ্ডল। বয়স আনুমানিক ৪২ বছর। বাড়ি শান্তিপুর বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। বুধবার তাঁর দেহ উদ্ধার হয়।
মঙ্গলবার সন্ধের পর পরিবারের কাছে খবর আসে ওই ব্যক্তি বাজার সংলগ্ন একটি মদের দোকানের পাশে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর পেয়েই ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাঁরা শান্তিপুর থানায় খবর দেন। পুলিশ গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা রবি মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, বাড়ি থেকে বেরিয়ে ওই ব্যক্তি মদের দোকানে গিয়েছিল মদ কিনতে। এরপর মদের দোকানের পাশেই আসরে যোগ দেয়। তবে ভর সন্ধেয় মদের আসরে কী এমন ঘটনা ঘটল যার কারণে মৃত্যু হল ওই ব্যক্তির? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। তবে ওই ব্যক্তির মুখের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে বলে দাবি করেন প্রতিবেশীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
advertisement
মঙ্গলবার রাতেই মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। বুধবার মৃতদেহটির ময়নাতদন্ত হয়। তবে এই ঘটনায় থানায় এখনও পর্যন্ত মৃতের পরিজনরা কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। তাই পুলিশ নিজে থেকে সুয়োমোটো মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মদ দোকানের সামনে পড়ে দেহ! ব্যাপক চাঞ্চল্য শান্তিপুরে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement