Sukanta Majumder: মন্দিরে পুজো দেওয়ার পর এ কী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার!

Last Updated:

Sukanta Majumder: কৃষ্ণনগর এক নম্বর ব্লকের শ্যামপুর বাজার থেকে খোলা জিপে করে তিনি যান ঠাকুরতলার নৃসিংহদেব মন্দিরে

+
মন্দিরে

মন্দিরে বসে থাকা ভিক্ষুককে মালা পড়াচ্ছেন সুকান্ত মজুমদার

নদিয়া: কৃষ্ণনগর এক নম্বর ব্লকের অন্তর্গত শ‍্যামপুর বাজার থেকে কৃষ্ণনগর ঠাকুরতলা পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এবং জনসংযোগ যাত্রায় উপস্থিত বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার।
সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের অন্তর্গত শ‍্যামপুর বাজার থেকে কৃষ্ণনগর ঠাকুরতলা পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এবং জনসংযোগ যাত্রায় উপস্থিত বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সঙ্গে রয়েছেন কিষাণ মোর্চার রাজ‍্য সভাপতি মহাদেব সরকার-সহ রানাঘাট লোকসভার সাংসদ এবং রাজ‍্য বিজেপির-সহ সভাপতি জগন্নাথ সরকার-সহ বিভিন্ন নেতৃত্ব।
advertisement
advertisement
আরও পড়ুন: ঠিক কত পেলে পাশ করা যাবে টেট? নম্বর নিয়ে বিরোধ দুই বিচারপতির মধ্যেই, নজিরবিহীন ঘটনা
কৃষ্ণনগর এক নম্বর ব্লকের শ্যামপুর বাজার থেকে খোলা জিপে করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের হাত নাড়তে নাড়তে তিনি চলে যান ঠাকুরতলার নৃসিংহদেব মন্দিরে। এবং সেখানে গিয়েই ভক্তি সহকারে পুজো দেন তিনি।
advertisement
এর পর পুজো দেওয়ার পরেই তিনি স্থানীয় বেশ কিছু মানুষের আবদার পূরণ করেন তাঁদের সঙ্গে ছবি তোলার। এরপরেই মন্দিরের পাশে থাকা এক ভিক্ষুককে নিজের গলার মালাটি পরিয়ে তাঁর হাতেও ধরিয়ে দেন পুষ্পস্তবক। স্বাভাবিকভাবেই তার এই সহমর্মিতায় খুশি হয়েছেন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Sukanta Majumder: মন্দিরে পুজো দেওয়ার পর এ কী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement