#নদিয়া: আগামী ২৭ ফেব্রুয়ারি জেলায় পৌর নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একাধিক রাজনৈতিক দলের প্রচার। প্রার্থীদের জন্যে প্রচারে আসছেন উপরমহলের একাধিক রাজনৈতিক ব্যক্তিরা। ইতিমধ্যেই জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে পুলিশের বুট মার্চ। ভোটারদের নির্ভয়ে ভোটদানে আশ্বস্ত করতে প্রশাসন থেকে প্রচার চালাচ্ছে একাধিক জায়গায়। নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অপর্ণা নন্দির সমর্থনে ভোট প্রচারে আসলেন বিজেপি নেত্রী তথা রাজ্য সহ-সভাপতি মাফুজা খাতুন। প্রার্থী অপর্ণা নন্দি সহ বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ওয়ার্ডের অন্তর্গত হরিতলা তেঘরিপাড়া বাজার সহ প্রতিটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে বাড়ি বাড়ি পৌঁছে নির্বাচনী প্রচার করেন মাফুজা খাতুন। পাশাপাশি এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বিজেপি প্রার্থী অপর্ণা নন্দি কে সমর্থন করছেন বলে দাবি করেন তিনি। আসন্ন পৌর নির্বাচনে ২৪ টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলেই এইদিন বলেন মাফুজা খাতুন। এছাড়াও বিগত করপোরেশন নির্বাচনে প্রতিটি আসনে শাসকদলের বিরুদ্ধে ভোট লুট করার অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আগামী পৌর নির্বাচনে তৃণমূলকে সরিয়ে এই পৌরসভা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেবে। তার একটা পূর্বাভাস ভোটারদের মধ্যে পরিলক্ষিত হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Election Campaign, Municipal Election, Nadia news