Nadia News- আবারও পথদুর্ঘটনা নদিয়ার হাঁসখালির ফুলবাড়ি এলাকায়
- Published by:Samarpita Banerjee
Last Updated:
পিছন থেকে সজোরে একটি ট্রাক ধাক্কা মেরে চলে যায় মোটরসাইকেল আরোহীকে
নদিয়া, হাঁসখালি: হাঁসখালির ভয়াবহ দুর্ঘটনার পরেও হুঁশ ফিরল না আমজনতার (Nadia News)। কিছুদিন আগেই হাঁসখালি ফুলবাড়ি এলাকায়, ভোররাতে পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছিলো একই পরিবারের একাধিক সদস্যের। হাঁসখালির সেই মর্মান্তিক দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সকলেই। দুর্ঘটনার পর বেশকিছু সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। দুর্ঘটনাস্থল এর জায়গায় রাস্তার ওপর তৈরি করা হয়েছিল বেশ কয়েকটি স্পিড ব্রেকার। কিন্তু এখনও সেই ভয়াবহ দুর্ঘটনার পরেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের।
আবারও একই জায়গায় আজ স্পিড ব্রেকারের কারণেই এক বাইক আরোহী একটুর জন্য মৃত্যুর হাত থেকে বাঁচলেন (Nadia News)। পিছন থেকে সজোরে একটি ট্রাক ধাক্কা মেরে চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, রাস্তার মাঝখানে এই স্পিডব্রেকার থাকায় দুই পাশ ফাঁকা, সেখান দিয়ে বাইক আরোহীরা যাতায়াত করে স্পিডব্রেকারে না উঠে। লরির চালক ফাঁকা জায়গা দিয়ে লরিটিকে নিয়ে যেতে গেলেই ধাক্কা মারে বাইক আরোহীকে। সে ছিটকে পড়ে, তারপর ঘাতক লরিটি ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। তৎক্ষণাৎ গ্রামবাসীরা সেই বাইক আরোহীকে স্থানীয় হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানায়, স্পিড ব্রেকার পুলিশের তরফ থেকে করা হলেও তদারকির অভাব রয়ে যাচ্ছে, যার জন্য দুর্ঘটনা হচ্ছে। সেই স্পিড ব্রেকার গুলিকে তুলে ফেলা দরকার, তা না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটবে বলে জানান গ্রামবাসীরা।
advertisement
তবে প্রশ্ন থেকে যাচ্ছে এখানেই, সাধারণত রাস্তায় স্পিডব্রেকার দেওয়া হয় দুর্ঘটনা এড়ানোর জন্যই। তবে, কিছু অসচেতন মানুষ স্পিড ব্রেকার এড়ানোর জন্য তার পাশ কাটিয়ে বেরোতে চায় (Nadia News)। বেশিরভাগ দু চাকা আরোহীদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা গেছে। ফলে দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্যে করা স্পিড ব্রেকার, দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়ই। তবে বলাই বাহুল্য মানুষের অসচেতনতা ও বেপরোয়া গাড়ি চালানোই দুর্ঘটনার মূল কারণ (Nadia News)।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
December 11, 2021 9:53 PM IST