Nadia: দু'বছর পর আয়োজন করা হল মাজদিয়া রেল বাজার ব্যবসায়ী সমিতির বাৎসরিক সভা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সভায় উপস্থিত কৃষ্ণগঞ্জ আইসিসহ কৃষ্ণগঞ্জ এর বিডিও একাধিক বিশিষ্ট নাগরিক
মৈনাক দেবনাথ, মাজদিয়া:প্রায় দীর্ঘ দুই বছর করোনা মহামারীর জন্য বন্ধ ছিল মাজদিয়া রেল বাজার ব্যবসায়ী সমিতির বাৎসরিক সভা। প্রায় দু'বছর পর শহীদ বেদিতে মাল্যদান করে আয়োজিত হল মাজদিয়া রেল বাজার ব্যবসায়ী সমিতির বাৎসরিক সভা। এই বাৎসরিক সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি কৃষ্ণগঞ্জ ভিডিও কামাল উদ্দিন আহমেদসহ সমস্ত বাজার ব্যবসায়ী সদস্য ও সমস্যারা। এদিন পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় আইসি বাবিন মুখার্জি ও কৃষ্ণগঞ্জ ভিডিও কামাল উদ্দিন আহমেদকে। এদিনের ব্যবসায়ী সমিতির বাৎসরিক সবাই এসে আইসি বাবিন মুখার্জি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেখা যাচ্ছে মাজদিয়ার রাস্তাটি সম্প্রসারণ হচ্ছে, তবে রাস্তা চওড়া হওয়ার পরেও লাভ কিছু হচ্ছে না। রাস্তা যত চওড়া হচ্ছে ব্যবসায়ীরা তত এগিয়ে আসছে। রাস্তা চওড়া হওয়ার সাথে সাথেই ব্যবসায়ীরা একটু একটু করে তা দখল করে রাস্তার ওপরে ব্যবসা করছেন। তাদের মধ্যে অনেকেরই লাইসেন্স টুকুও নেই। রাস্তাটি চওড়া হওয়ার সাথে সাথে অনেক অবৈধ ব্যবসার যাদের ঠিকমতো লাইসেন্স নেই তারা দখল করে নিচ্ছেন। যা মোটেই কাম্য নয়। এদিনের ব্যবসায়ী সমিতির সভায় এসে বিডিও কামাল উদ্দিন আহমেদ বলেন, মাজদিয়ার বাজারের যথেষ্টই নাম রয়েছে। ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি মাজদিয়ার সবজির আরতের কথা মাজদিয়ার বিখ্যাত গুড়ের হাটের কথা। এত পুরনো এই বাজার সমিতিতে আসার সৌভাগ্য আমার। এছাড়াও তিনি কৃতজ্ঞতা জানান গত দু'বছর লকডাউন এর সময় প্রশাসনের সাথে ব্যবসায়ী সমিতির অভূতপূর্ব সহযোগিতা করার জন্য।