Amsattva: ৫-৬ টাকা কিলো আম! কিনুন আর তৈরি করুন আমসত্ত্ব ! জেনে নিন পদ্ধতি
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Amsattva: ঘরে বানানো আমসত্ত্ব খাওয়া যাবে এক বছর পর্যন্ত! ভেজাল ছাড়াই!
শান্তিপুর: একদিকে দু পাঁচ টাকা কেজি আম, অন্যদিকে প্রখর রৌদ্র, গৃহস্থালীর কাজের ফাঁকে ভবিষ্যৎ আমময় করে তোলার চেষ্টা গ্রাম বাংলার গৃহিণীদের। এবছর আমের ফলন বেশি হওয়ার কারণে বাগানের গাছ তলায় পড়ে রয়েছে আম। বাজারে দু পাঁচ টাকায় বিকোচ্ছে! কোনো কোনো ক্ষেত্রে ৫০ কেজির ঝুড়ি মাত্র ৫০ টাকায় পাইকারি। তবে তা শহুরে গৃহিণীদের জন্য। গ্রামের ক্ষেত্রে এর ওর বাগান থেকে কোড়ানো আমে আমসত্ত্ব বানানোর নেশায় ধরেছে তাদের। সকাল বেলা রান্নাবান্না ঘরকন্নার কাজ সেরে, দুপুরের খাবার জোগাড়ের আগে প্রতিবেশী গৃহিণীদের সঙ্গে মিলেমিশে আমসত্ত্ব দেওয়া নেশায় পরিণত হয়েছে।
তাদের কথায় বাড়িতে অতিথি এলে অথবা দূরে কোথাও অতিথি বাড়ি গেলে আমসত্ত্ব নিয়ে গেলে খুশি হন তারা। কাঁচা আমের আমশি, পরবর্তীতে আমচুর আম মাখা আচার অবশেষে আমসত্ত্ব। নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েত, বাগআঁচড়া সহ বেশ কিছু এলাকায় আমবাগান অধ্যুষিত হওয়ার কারণে এ দৃশ্য ঘরে ঘরে। তবে তাদের, আমসত্ত্ব সংরক্ষণের পদ্ধতিটাও ঘরোয়া। প্রতিদিন অল্প অল্প করে আম গুলে স্তরিভূত করে মোটা পুরু হয়ে গেলে, দিন দুয়েক চড়া রোদে শুকানো। তারপর সরষের তেল মাখিয়ে কাপড়ে মুড়ে রেখে দিলে থাকে বহুদিন। তবে রোদে দেওয়ার সময় হনুমান বা অন্য পশু পাখির উপদ্রব সামলাতে হয় প্রখর রোদের মাঝেই।
advertisement
advertisement
তবে তারা এবছর খুশি, অন্যান্য বছর মাঝেমধ্যে বৃষ্টি হওয়ার কারণে, ছত্রাক সংক্রামন হয়ে কোনও কোনও ক্ষেত্রে নষ্ট হয় আমসত্ত্ব, রং হয়ে যায় কালো, এবারে তা টুকটুকে ঘনলাল। তবে বাজারে যে আমসত্ত্ব পাওয়া যায় তা সোনালী রঙের সুন্দর দেখতে হলেও মূলত কেমিক্যাল এবং আমের ফ্লেভার দিয়ে পেঁপে বা কুমড়োও ব্যবহার করা হয়। তাতে আমের স্বাদ কৃত্রিম এবং ক্ষতিকারকও । কিন্তু গ্রাম বাংলায় তৈরি এই আমসত্ত্ব, দীর্ঘ ৭-৮ মাস এমনকি এক বছর বাদেও স্বাদ এবং গুণগতমান থাকে অক্ষুন্ন।
advertisement
তবে এখনও পর্যন্ত কুটির শিল্প হিসেবে ঘরে ঘরে এই পেশায় মহিলারা নিযুক্ত হয়ে ওঠেননি, আগামীতে হয়তো ডালের বড়ির মতন আমসত্বেও গৃহিণীরা লক্ষ্মী লাভ করতে পারেন। তবে এক্ষেত্রে দরকার সরকারি সহযোগিতা, এবং তত্ত্বাবধান। বিশেষ করে মহিলা গোষ্ঠীর মাধ্যমে, হয়ে উঠতে পারে মহিলাদের উপার্জনের বিকল্প পথও।
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 14, 2023 4:48 PM IST









