Nadia News: রানাঘাট আদালত চত্বরে অসামাজিক কার্যকলাপের উঠল অভিযোগ

Last Updated:

রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি মদ্যপানের আসর জমায় যার প্রমাণ পাওয়া যায় প্রায় প্রত্যেকদিন সকালেই

আদালত চত্বরে অসামাজিক কার্যকলাপ
আদালত চত্বরে অসামাজিক কার্যকলাপ
#নদিয়া: বর্তমানে অসামাজিক কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। তবে প্রশাসনিক জায়গায় অসামাজিক কার্যকলাপের হদিস পাওয়া যায়নি খুব বেশি।এবার আদালত চত্বরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠল। রানাঘাট থানায় করা হয়েছে অভিযোগ দায়ের। রানাঘাট কোর্ট চত্বরে রাতের অন্ধকারে কোর্ট এর সেরেস্তায় পাওয়া যায় অসামাজিক কাজ কর্মের হদিশ। আদালত চত্বরও নিরাপদ নয়। রানাঘাট আদালত চত্বরে রয়েছে প্রচুর সেরেস্তা। আর সেখানেই গতকাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের তাণ্ডব রাতের অন্ধকারে।
অভিযোগ দীর্ঘদিন ধরেই, সারাদিন আদালতের কাজকর্ম সেরে উকিল বাবু এবং মুহুরী বাবুরা যে যার মত বাড়ি ফিরে যাওয়ার পর আদালত ফাঁকা হয়ে যায়। আর সেই সুযোগে সেরেস্তায় রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি মদ্যপানের আসর জমায় যার প্রমাণ পাওয়া যায় প্রায় প্রত্যেকদিন সকালেই। কিন্তু গতরাতে এক সেরেস্তায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। আজ সকালে কোর্টে কাজে যোগ দিতে যাওয়া ল ক্লার্ক দের মধ্যে কয়েকজন লক্ষ্য করেন ভেঙে ফেলা হয়েছে সেরেস্তার ব্ল্যাক স্টোন। বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ব্ল্যাক স্টোন এর টুকরো। রাস্তার পাশে মদের বোতল গ্লাস পড়ে থাকতে দেখা যায়, যা দেখে চমকে যান উপস্থিত ল ক্লার্ক থেকে শুরু করে উকিল বাবুরা।
advertisement
ঘটনার বিবরণ জানিয়ে ওই সেরেস্তার ল ক্লার্ক। বিষয়টি রানাঘাট ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং রানাঘাট বার অ্যাসোসিয়েশন এর কাছে লিখিত অভিযোগ জানালে রানাঘাট বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি মৃন্ময় চক্রবর্তী এবং রানাঘাট ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা রানাঘাট থানার আইসির সাথে দেখা করেন। ওই সেরেস্তার ল ক্লার্ক রানাঘাট থানায় বিষয়টি লিখিতভাবে জানান। রানাঘাট থানার আইসি এই ঘটনা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।
advertisement
advertisement
কিন্তু রাতের অন্ধকারে কীভাবে চলছে এই ধরনের অসামাজিক কাজকর্ম তাও আবার খোদ আদালত চত্বরে? প্রশ্ন থেকেই যাচ্ছে। এ প্রসঙ্গে রানাঘাট ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজেশ ব্যানার্জি কি বললেন শোনাবো আপনাদের।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: রানাঘাট আদালত চত্বরে অসামাজিক কার্যকলাপের উঠল অভিযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement